স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল-পিএসএল নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক অজি তারকার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনা থামাতে না থামাতে ফের আলোচনায় ক্রিকেট। যুদ্ধবিরতির পর আবার শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল, তবে তার আগে সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন দিলেন কড়া বার্তা— ‘আইপিএল এবং পিএসএল, দুই টুর্নামেন্টই এখনই বন্ধ করে দেওয়া উচিত।’

জনসনের এই মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে হইচই পড়ে গেছে। তার মতে, সাময়িক যুদ্ধবিরতি মানেই নিরাপত্তার নিশ্চয়তা নয়। খেলোয়াড়দের জীবন ঝুঁকির মধ্যে ফেলে ক্রিকেট চালিয়ে যাওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়।

তার কলামে জনসন লিখেছেন, ‘যুদ্ধবিরতির সময়ও নিরাপত্তা নিশ্চিত নয়। অনেক খেলোয়াড় যে ফিরে যেতে চাইছে না, সেটা একেবারেই স্বাভাবিক। আইপিএল ও পিএসএলের আয়োজকদের বোঝা উচিত, নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। যদি দরকার হয়, তাহলে এই দুটি টুর্নামেন্ট এখানেই শেষ করে দেওয়া উচিত অথবা অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘কেউ যেন জোরপূর্বক না ফেরে। খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তার অনুভবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইপিএল বা পিএসএলের প্রতি দায়বদ্ধতা থাকলেও, জীবন তার চেয়ে অনেক বড়।’

৮ মে ধর্মশালায় ম্যাচ চলাকালীন পাথানকোট ও জম্মুতে হামলার কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছিল। এখন যুদ্ধবিরতির ভিত্তিতে ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

তবে সমস্যার জায়গা এখন বিদেশি ক্রিকেটাররা। অধিকাংশই ভারত ছেড়েছেন, এবং তারা ফিরবেন কি না—তা এখনও স্পষ্ট নয়। বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে খেলোয়াড়দের ফেরাতে।

ফাইনাল পিছিয়ে ৩ জুন করা হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে থাকায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার শীর্ষ ক্রিকেটারদের নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

মিচেল জনসনের কণ্ঠে শুধু সমালোচনা নয়, ছিল মানবিকতার সুরও। তিনি বলেন, ‘ক্রিকেটে আবেগ আছে, সংস্কৃতি আছে, জাতীয় পরিচয়ও আছে। কিন্তু সেই আবেগ কখনোই মানুষের জীবনের চেয়ে বড় নয়। নিরাপত্তা সুনিশ্চিত না করে খেলা চালানো এক ধরনের অবিবেচনা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১০

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১১

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১২

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৩

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৪

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১৫

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

১৬

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

১৭

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

১৮

এবার যুবদল কর্মীকে হত্যা

১৯

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

২০
X