স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল শেষে কে কোন পুরস্কার পেলেন?

আইপিএলের শিরোপা হাতে বেঙ্গালুরু দল। ছবি : সংগৃহীত
আইপিএলের শিরোপা হাতে বেঙ্গালুরু দল। ছবি : সংগৃহীত

১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়েছে রাজাত পাতিদারের দল। এই জয়ের জন্য বেঙ্গালুরু দল পেয়েছে ২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৬০ লাখ টাকা। রানার্সআপ পাঞ্জাব কিংসও কম নয়, তাদের প্রাপ্য হয়েছে ১৩ কোটি রুপি বা প্রায় ১৬ কোটি ৬৩ লাখ টাকা।

হাইভোল্টেজ এই ম্যাচে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। জবাবে পাঞ্জাব কিংস সংগ্রহ করে ৭ উইকেটে ১৮৪ রান। শেষ ওভারে ম্যাচ চলে গেলে উত্তেজনার পারদ চরমে ওঠে, কিন্তু শেষ হাসি হাসে বেঙ্গালুরু।

এবারের আইপিএল যেমন দর্শকদের উপহার দিয়েছে নাটকীয় ম্যাচ, তেমনি উপচে পড়েছে আর্থিক পুরস্কারেও। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়েছে নানা ক্যাটাগরিতে পুরস্কার ও নগদ অর্থ।

ব্যক্তিগত পুরস্কার ও প্রাপ্ত অর্থ

আইপিএল ২০২৫-এর অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রহকারী) জিতেছেন সাই সুদর্শন। ১৫ ম্যাচে ৭৫৯ রান করে সেরা ব্যাটার হিসেবে নির্বাচিত হন এই বাঁহাতি তরুণ, যার পুরস্কার মূল্য ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা)।

পার্পল ক্যাপ গেছে গুজরাটের প্রসিধ কৃষ্ণের হাতে, যিনি নিয়েছেন ২৫টি উইকেট। তাকেও দেওয়া হয়েছে সমপরিমাণ অর্থ।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব, যার ব্যাটিং পারফরম্যান্স পুরো মৌসুম জুড়ে ছিল নজরকাড়া। তিনি পেয়েছেন ১০ লাখ রুপি।

এছাড়া সর্বোচ্চ ছক্কার মালিক ও সুপার স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যারিবিয়ান হার্ডহিটার নিকোলাস পুরান।

উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে সাই সুদর্শনের হাতে। এ পুরস্কারের মূল্য ছিল ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ ৬০ হাজার টাকা)।

টিম পারফরম্যান্স অনুযায়ী পুরস্কার

  • আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ২০ কোটি রুপি
  • রানার্সআপ: পাঞ্জাব কিংস – ১৩ কোটি রুপি
  • তৃতীয় স্থান: (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৭ কোটি রুপি
  • চতুর্থ স্থান: (গুজরাট টাইটান্স) – ৬.৫ কোটি রুপি

অন্যান্য পুরস্কার

  • ফাইনালের ম্যাচসেরা: ক্রুনাল পাণ্ডিয়া
  • সিজনের সেরা ক্যাচ: কামিন্দু মেন্ডিস
  • ডট বল কুইন: মোহাম্মদ সিরাজ
  • ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস
  • সেরা পিচ ও মাঠ: দিল্লি (ডিডিসিএ)

এই মরশুমে আর্থিক পুরস্কারের বিশালতা আইপিএলের গ্ল্যামার ও তারকাখ্যাতিকে নতুন করে প্রমাণ করেছে। বেঙ্গালুরুর প্রথমবারের মতো শিরোপা জয় এবং সাই সুদর্শন-সূর্যকুমারদের মতো তরুণদের উত্থান আইপিএল ২০২৫-কে করে তুলেছে স্মরণীয়।

এই জয় শুধু একটি শিরোপা নয়, বরং বেঙ্গালুরুর ইতিহাসে এক নতুন অধ্যায়—যার সাক্ষী হয়ে থাকলো কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১০

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১১

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১২

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৩

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৪

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৬

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৭

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৮

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৯

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

২০
X