আগামী ৫ বছরের টিভি ও ডিজিটাল মিডিয়া স্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন থেকে ভারতের মাঠে হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো দেখা যাবে ভায়াকম ১৮ চ্যানেলে; অনলাইনে দেখা যাবে জিয়োসিনেমাতে।
শুধু আন্তর্জাতিকই নয়, ঘরোয়া টুর্নামেন্টের স্বত্বও কিনেছে প্রতিষ্ঠানটি। ছেলেমেয়েদের আইপিএলসহ সব ঘরোয়া টুর্নামেন্টেই দেখাবে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।
এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া খেলার সম্প্রচার স্বত্ব পেয়েছে ভায়াকম-১৮। তাদের শুভেচ্ছা জানাই। ছেলেমেয়েদের আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও চুক্তি করল এই সংস্থাটি।’
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এ চুক্তির মধ্য দিয়ে প্রত্যেক ম্যাচ থেকে বিসিসিআই আয় করতে যাচ্ছে প্রায় ৬৮ কোটি রুপি। দ্বিপক্ষীয় সিরিজে টিভি ও অনলাইন থেকে প্রতি ম্যাচে আয় হবে ৪৫ কোটি রুপির ওপরে। আগামী পাঁচ বছরে হতে যাওয়া ৮০টি আন্তর্জাতিক ম্যাচের স্বত্ব বিক্রি হয়েছে ৩ হাজার ৯৬০ কোটি রূপিতে। তবে সবকিছু ছাড়িয়ে যাবে আইপিএল ম্যাচে।
মন্তব্য করুন