এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে দারুণ এক জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকার ম্যাচের ব্যর্থতার পর টুর্নামেন্টে টিকে থাকতে হলে দারুণ কিছুর দরকার ছিল। আর ঠিক সেই কাজটিই করেছে টাইগাররা। ৮৯ রানের দারুণ এক জয়ে নিশ্চিত করেছে সুপার ফোরের টিকিট। এই ম্যাচের পর ২০১৮ সালের পর আবার গ্রুপ পর্বের বাধা পেরোচ্ছে বাংলাদেশ।
রোববারের জয়ের ম্যাচে দারুণ খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে ছিলেন অনন্য। ম্যাচ সেরার পুরস্কারও স্বাভাবিকভাবে জুটেছে তার কাছেই। পুরস্কার গ্রহণের সময় মিরাজ বললেন, 'সত্যিই খুশি। টিম ম্যানেজমেন্ট আমার প্রতি বিশ্বাস রেখেছিল, আমিও ভালো খেলেছি। এটা ভালো উইকেট ছিল, বল সহজে ব্যাটে আসছিল।'
ওপেনিংয়ে সুযোগ পাওয়া নিয়ে মিরাজের উত্তরটাও ছিল সোজাসাপ্টা, ‘টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে। সে জন্যই ওপেনিংয়ে খেলার সুযোগ হয়েছে।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ বলেছেন, ‘উইকেট খুবই ভালো ছিল। আমি ক্রিজে যখন যাই, তখন আমি এক-দুই রান করার চেষ্টা করেছি। আর কিছু নয়। এরপর আমরা ভালোই করেছি।’
আজকের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন ছিলেন মিরাজের আরেক অনুপ্রেরণা। মিরাজের মুখেই শুনুন সে কথা, ‘জুটিটা দারুণ ছিল। শান্ত খুবই ভালো খেলেছে। সে আমাকে বারবার স্বাভাবিক ক্রিকেট খেলে যাওয়ার কথা বলছিল। যদি ক্লান্ত হয়ে যাই, তাহলেও যেন না থামি। যেন এক-দুই রান নিতে থাকি। আমাদের মধ্যে এই কথাটাই হয়েছে।’
মন্তব্য করুন