স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে নামতে পারে টাইগাররা?

বাংলাদেশ ক্রিকেট দল। পুরোনো ছবি
বাংলাদেশ ক্রিকেট দল। পুরোনো ছবি

আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই। শক্ত প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে যেতে চাইবে স্বাগতিকরা, আর সেই লড়াইয়ে দল সাজাতে হতে পারে বেশ কৌশলীভাবে।

গত সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে আসার পর আত্মবিশ্বাসে টইটম্বুর লিটন দাসের দল। তবে এবার চ্যালেঞ্জ আরও বড়। কারণ, মে মাসে পাকিস্তানের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে। তাই ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ এটিই।

মিরপুরের উইকেট ঐতিহ্যগতভাবেই স্লো ও স্পিন সহায়ক। শ্রীলঙ্কা সফরের মতো এখানেও স্পিনই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারক। সে অনুযায়ী দল নির্বাচনেও স্পিনারদের গুরুত্ব দেওয়া হতে পারে।

ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে থাকবেন বাঁহাতি পারভেজ হোসেন ইমন ও ধারাবাহিক ফর্মে থাকা তানজিদ হাসান তামিম। তিনে ব্যাট করতে পারেন অধিনায়ক লিটন।

মিডল অর্ডারে ভরসা তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। ফিনিশার ও উইকেটকিপার হিসেবে আছেন জাকের আলী অনিক। অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য রক্ষা করবেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন। তবে কন্ডিশন বিবেচনায় রিশাদের বদলে নাসুম আহমেদকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।

পেস বোলিংয়ে আছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে লড়াই চলছে তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিনের মধ্যে। তবে বাড়তি ব্যাটিং শক্তি চাইলে সাইফউদ্দিন এগিয়ে থাকবেন।

মুখোমুখি পরিসংখ্যান

দুই দল এর আগে ২২ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৯ ম্যাচ জিতেছে পাকিস্তান, মাত্র ৩টি জয় বাংলাদেশের। তবে বাংলাদেশের তিন জয়ের মধ্যে দুটি এসেছে মিরপুরেই, যা ঘরের মাঠে আত্মবিশ্বাস জোগাতে পারে টাইগারদের।

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ):

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন/তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

বৃষ্টির আশঙ্কা থাকলেও যদি পুরো ম্যাচ মাঠে গড়ায়, তাহলে এই একাদশ নিয়ে বাংলাদেশ প্রতিশোধের মিশনে নামবে—চোখ থাকবে ঘুরে দাঁড়ানোর দিকে, আর সমর্থকদের চোখ থাকবে এক রোমাঞ্চকর সন্ধ্যার অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস, নতুন আশঙ্কা 

অনুকূল পরিবেশ হারাচ্ছে প্রকৃতির বন্ধু ফড়িং

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক রহমানসহ সব আসামির খালাসের রায় বহাল

যে ফল খেলে অধিকাংশ রোগ দূরে থাকবে

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক দোকান

জাতির ক্লান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে : আজাদ

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় অভিনেতা গ্রেপ্তার

অ্যানার্জি ড্রিংক ১৬ বছরের কম বয়সীদের জন্য নয়

১০

ঘন ঘন জ্বর কিংবা হঠাৎ ওজন কমে যাওয়া কি ক্যানসারের লক্ষণ?

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন বার্তা

১২

জলবায়ু পরিকল্পনা জমা দিতে গড়িমসি, ঝুঁকিতে প্যারিস চুক্তি

১৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় আজ

১৪

অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

১৫

শিশু অপহরণকারী সন্দেহে আটক, পরে জানা গেল ‘শুটার’ রিয়াজ

১৬

আজ রেকর্ড দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত?

১৭

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন

১৮

লিবসনে ফুনিকুলার রেল দুর্ঘটনায় নিহত ১৫

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

২০
X