মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০১:২০ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

১৮ বলের ‘ওভার’! হেস্টিংসের কারিশমায় ম্যাচই শেষ

হেস্টিংসের সেই অদ্ভুত ওভার। ছবি : সংগৃহীত
হেস্টিংসের সেই অদ্ভুত ওভার। ছবি : সংগৃহীত

বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার লেস্টারে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের ম্যাচ শেষ হয়ে গেল এক হাস্যকর ওভারে—যেখানে জন হেস্টিংস একাই দিয়ে বসেন ১২ ওয়াইড! এই ১৮ বলের ‘দুঃস্বপ্ন’ ওভারে ম্যাচ শেষ হওয়ার আগেই থেমে যায় ওভার, স্তব্ধ হয়ে যান ধারাভাষ্যকাররাও।

টস জিতে পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠালে শুরুটা মন্দ ছিল না। যদিও দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেন সোহেল তানভীর ও সোহেল খান। এরপর বেন ডাঙ্কের ঝোড়ো ২৬ ও ফার্গুসনের স্থির ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপর শুরু হয় সাঈদ আজমলের ঘূর্ণি বিভীষিকা।

মাত্র ৩৯ বলে শেষ ৮ উইকেট হারিয়ে ৭৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। আজমলের ঝলমলে স্পেল—৪ ওভারে ৬ উইকেট দিয়ে মাত্র ১৬ রান—পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাশে ছিলেন ইমাদ ওয়াসিম, ২ উইকেট নিয়ে।

টার্গেট ছিল মাত্র ৭৫। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নামেন পাকিস্তানের দুই ওপেনার শারজিল খান ও সোহায়ব মাকসুদ। দুজনই অস্ট্রেলিয়ার বোলারদের কোনো সুযোগ না দিয়ে ৭.৫ ওভারেই ম্যাচ শেষ করে দেন। শারজিল অপরাজিত ৩২ আর মাকসুদ ২৮ রানে মাঠ ছাড়েন জয়ী দল হিসেবে।

তবে সব আলো কেড়ে নেয় শেষ মুহূর্তের সেই ওভার। ম্যাচ প্রায় শেষ, প্রয়োজন মাত্র ২০ রান—এমন সময় বল করতে আসেন হেস্টিংস। শুরুতেই ৫টি ওয়াইড, এরপর বৈধ বলের মাঝেও ছিল নো ও আরও একাধিক ওয়াইড। মাঝপথে বল করার অ্যাঙ্গেল বদল করে লেফটহ্যান্ডার শারজিলের দিকে বল ছোড়েন, কিন্তু ফলাফল এক—আরও ওয়াইড!

মোট ১৮টি বল দিয়েও ওভার শেষ না করে ম্যাচই শেষ করে দেন হেস্টিংস! অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লি মাথা থেকে টুপি খুলে হতাশা লুকাতে পারেননি।

এই জয়ে পাকিস্তান চ্যাম্পিয়নস টেবিলের শীর্ষে উঠে এসেছে। তবে পরবর্তী ম্যাচ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত চ্যাম্পিয়নস—যারা আগের ম্যাচ বয়কট করেছিল রাজনৈতিক উত্তেজনা ও পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে। ফলে এই ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়েও এখন বড় প্রশ্ন।

তবে আজমলের ম্যাজিক্যাল স্পেল ও হেস্টিংসের দুঃস্বপ্নে পরিণত ওভারের এই ম্যাচ ইতিহাসে জায়গা করে নেবে নিঃসন্দেহে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার : ইশরাক

ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন

বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা

৫৩ বছর পরও স্বীকৃতি নেই, শহীদ কন্যার পাশে ডিসি

পদোন্নতি দিতে সুপারসিড করা হয় ৫ কর্মকর্তাকে / মধ্যরাতে আদেশে কমিশনার হলেন ৮ শুল্ক কর্মকর্তা

হাদিকে গুলি : ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার

মহান বিজয় দিবস আজ

মোহাম্মদপুর প্রেস ক্লাবের আত্মপ্রকাশ : সভাপতি মহিব্বুল্লাহ, সম্পাদক শান্তনু বিশ্বাস

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১০

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

১১

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

১২

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

১৩

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

১৪

ঝুঁকি নিয়ে চলছে ২৩ বিদ্যালয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

১৫

আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

১৭

এনসিপির প্রার্থী ও বৈষম্যবিরোধী নেতাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ সিএমপির

১৮

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

১৯

জাতীয় দিবসেও ফুল ব্যবসায়ীদের মুখে হতাশা

২০
X