স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

রশীদ খানদের হতাশায় ডুবিয়ে শ্রীলংকা সুুপার ফোরে । ছবি : সংগৃহীত
রশীদ খানদের হতাশায় ডুবিয়ে শ্রীলংকা সুুপার ফোরে । ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে শ্রীলংকা । টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করতে হলে ৩৭ ওভার ১ বলের মধ্যে জিততেই হতো আফগানদের। কিন্তু মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ের পরেও ২ রানে লঙ্কানদের কাছে হেরে যায় আফগানরা। ফলে চতুর্থ দল হিসেবে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে শ্রীলংকা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে ২৮৯ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

৩৭.১ ওভারের মধ্যে রান তাড়া করো নইলে বাদ- এমন সমীকরণে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। ২৯২ রানের জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। ২৭ রানের মধ্যে দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে হারায় আফগানরা। গুরবাজ ৪ এবং ইব্রাহিম জাদরানকে ৭ রানে আউট করেন লঙ্কান পেসার রাজিথা। দলীয় ৫০ রানের মাথায় ৪টি চারে ২২ রান করা গুলবাদিন পাথিরানার বলে লেগ বিফোর হন ।

রহমত শাহ ও শাহিদির চতুর্থ উইকেট জুটির গড়া দ্রুতগতির ৭১ রানে ম্যাচে ফিরে আসে আফগানিস্তান। তবে ৪৫ রানে রাজিথার তৃতীয় শিকারে রহমত ফিরে গেলে চাপে পড়ে রশীদরা। এরপর ক্রিজে আসেন মোহম্মদ নবী। এসেই ঝড় তোলেন লঙ্কান বোলারদের ওপর। চার-ছক্কার তাণ্ডবে মাত্র ৩২ বলে ৬৫ রানের ক্যামিও খেলেন নবী। একটা সময় জয়ের খুব কাছেও ছলে আসে আফগানরা। তবে থিকসেনাকে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ডি সিলভার হাতে ধরা পড়েন এই অলরাউন্ডার। নবীর আউট হওয়ার পর ফিফটি তুলে নেন অধিনায়ক শাহিদি। তবে ২৩৪ ও ২৩৭ রানের সময় করিম জানাত ও শাহিদিকে ফিরিয়ে দেন স্পিনার ওয়াল্লাগে।

তখন ম্যাচের রোমাঞ্চ একটুও কমেনি। রশিদ ও নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ৩৯ রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে চলে আসে আফগানরা। কিন্ত নাজিবুল্লাহ ফিরে গেলে শেষ ৭ বলে ১৫ রানের দরকার হয়। ওয়াল্লাগের করা ইনিংসের ৩৭তম ওভারে ৩ টি চার মারেন রশিদ খান। শেষ বলে সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানের দরকার ৩ রান। কিন্ত ধনাঞ্জয়ার করা প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ক্যাচ দেন মুজিব। ফলে শ্রীলঙ্কা পৌঁছে যায় সুপার ফোরে।

লঙ্কানদের পক্ষে রাজিথা ৪টি এবং ধনাঞ্জয়া ও ওয়াল্লাগে ২টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। দারুণ সূচনার পর হটাৎই ছন্দ পতন ঘটে শ্রীলঙ্কার। ৩৫ রানে গুলবাদিনের বলে আউট হন করুণারত্নে। আরেক ওপেনার নিশাঙ্কাও ৪১ রানে সাজঘরে ফেরেন। ৮৬ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন সামারাবিক্রমা। এবারও উইকেট সংগ্রাহক সেই গুলবাদিন নাঈব।

চতুর্থ উইকেটে আশালঙ্কাকে সঙ্গে নিয়ে ১০২ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন কুশাল মেন্ডিস। দলীয় ১৮৮ রানে রশিদের বলে আউট ৩৬ রানে আউট হন আশালঙ্কা। ফিফটির মাত্র আট রানের জন্য সেঞ্চুরি মিস করেন কুশাল মেন্ডিস। ৯২ রানে ফেরেন লঙ্কান ব্যাটার। ধনাঞ্চয়া ও অধিনায়ক শানাকারা ব্যাট হাতে ব্যর্থ হলে বড় সংগ্রহের পথে ছেদ পড়ে।

অষ্টম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন থিকসেনা ও ওয়াল্লাগে। ফলে আফগানদের সামনে ২৯২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা। থিকসেনা ২৮ এবং ওয়াল্লাগে ৩৩ রানে অপরাজিত থাকেন।

আফগানদের পক্ষে ৬০ রানে চারটি উইকেট নেন গুলবাদিন নাঈব। এছাড়া রশিদ দুইটি এবং মুজিব একটি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X