স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গিলের জার্সির দাম ভাঙল সব রেকর্ড, পেছনে ফেললেন বুমরাহ-জাদেজাদের

শুভমান গিল। ছবি : সংগৃহীত
শুভমান গিল। ছবি : সংগৃহীত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ব্যাট হাতে ইতিহাস গড়া শুভমান গিল এবার মাঠের বাইরেও করলেন নজির। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যবহৃত তার স্বাক্ষরিত টেস্ট জার্সি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে—যা ছাড়িয়ে গেছে জাসপ্রিত বুমরা, রবীন্দ্র জাদেজা এমনকি ইংল্যান্ড তারকা জো রুট ও বেন স্টোকসের জার্সির মূল্যও।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৭৫৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হন গিল। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই যেন রূপকথা লিখলেন তিনি। লিডসে শতক দিয়ে সিরিজ শুরু করলেও ম্যাচ হারেন ভারত। তবে এজবাস্টনে রূপ নিলেন ‘রান মেশিনে’—একই ম্যাচে করলেন দ্বিশতক ও শতক, দলকে সিরিজে ফিরিয়ে আনলেন ১-১ সমতায়। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে আরও একটি শতক যোগ করেন নিজের ঝুলিতে। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় সিরিজ, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হিসেবে জায়গা করে নেবে।

লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যবহৃত জার্সিগুলো #RedforRuth চ্যারিটি নিলামে তোলা হয়। গিলের স্বাক্ষরিত জার্সি বিক্রি হয় সর্বোচ্চ ৪,৬০০ পাউন্ডে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬.৬৫ লাখ টাকা।

এরপরেই আছেন রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরা, যাদের জার্সি বিক্রি হয়েছে ৪,২০০ পাউন্ডে (প্রায় ৬.০৭ লাখ টাকা)। কেএল রাহুলের জার্সি গেছে ৪,০০০ পাউন্ডে (প্রায় ৫.৭৮ লাখ টাকা) এবং ঋষভ পন্থের ৩,৪০০ পাউন্ডে (প্রায় ৪.৯১ লাখ টাকা)।

পিছিয়ে ইংলিশ তারকারা

ইংল্যান্ডের মধ্যে সর্বোচ্চ দর পেয়েছেন জো রুট—৩,৮০০ পাউন্ড (প্রায় ৫.৫৪ লাখ টাকা)। তবে সেটিও গিলসহ কয়েকজন ভারতীয় তারকার জার্সির চেয়ে কম। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের জার্সি বিক্রি হয়েছে মাত্র ৩,৪০০ পাউন্ডে (প্রায় ৪.৯১ লাখ টাকা)।

এ ছাড়া মোহাম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দরদের জার্সি যথাক্রমে ১,৬০০ পাউন্ড (প্রায় ২.৩১ লাখ টাকা) ও ১,৪০০ পাউন্ডে (প্রায় ২.০২ লাখ টাকা) বিক্রি হয়েছে।

এই নিলামের জার্সিগুলো এসেছে সেই রোমাঞ্চকর লর্ডস টেস্ট থেকে, যেখানে ভারত প্রায় অসম্ভব এক জয় ছিনিয়ে আনতে যাচ্ছিল। শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজের শেষ উইকেটটি অদ্ভুতভাবে পতন হওয়ায় ২২ রানে জয় পায় ইংল্যান্ড।

ক্রিকেটপ্রেমীদের কাছে এই জার্সিগুলো শুধু স্মারক নয়—এগুলো মাঠের লড়াই, আবেগ আর ইতিহাসের সাক্ষ্য বহন করে। আর সেই ইতিহাসে এবার রেকর্ড গড়লেন শুভমান গিল, শুধু ব্যাট হাতে নয়, নিলামের তালিকাতেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে ভ্রমণ কখনোই বন্ধ করা হয়নি : পরিবেশ উপদেষ্টা 

যেভাবে মিলবে টানা ১৬ দিনের ছুটি

পকেটে দীর্ঘক্ষণ মোবাইল রাখলে কি পুরুষের শুক্রাণু কমে যায়? 

ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না : রিজভী

ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

হাসিনার ষড়যন্ত্র রুখতে পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি : সরওয়ার 

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

এনসিএলে সিলেট চট্টগ্রামের জয়

ডাকসু নির্বাচনে দায়িত্বে থেকেও অনিয়মের অভিযোগ সাদা দলের দ্বিচারিতা : ইউটিএল

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

১০

নবীজির (সা.) প্রিয় ফল কী ছিল, জেনে নিন

১১

মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

১২

১২ দলীয় জোট / নির্বাচন ও জুলাই সনদ নিয়ে কয়েকটি দলের সঙ্গে বৈঠক

১৩

কবজিবিহীন হাত দিয়ে ঘুষি মেরে ইট-পাথর ভাঙেন শামীম

১৪

গ্রিন ডট লিমিটেডের স্নাকি নাইট অনুষ্ঠিত

১৫

এবার খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত বেড়ে চার

১৭

দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে বাংলাদেশ সনাতন পার্টির বস্ত্র বিতরণ

১৮

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এডহক কমিটি গঠন

১৯

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা

২০
X