এশিয়া কাপ ২০২৫ এর জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচক কমিটি। দল ঘোষণার পর থেকেই সাবেক ক্রিকেটার, ক্রিকেট সমর্থকরা মেতেছে সমালোচনায়। ঘোষিত দলে জায়গা না পাওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক অফ-স্পিনার হরভজন সিং।
সাবেক এই স্পিনার মনে করেন, এশিয়া কাপে সিরাজের এক্স-ফ্যাক্টরকে মিস করবে দল। এই পেসার থাকলে ভারতের বোলিং লাইন আপ আরও শক্তিশালী হতো বলেও মন্তব্য করেন হরভজন।
সিরাজকে নিয়ে তিনি বলেন, ‘ আমি মনে করি মোহাম্মদ সিরাজের নাম এশিয়া কাপের দলে থাকা উচিত ছিল। সে ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দারুণ করেছে। সিরাজকে নিলে দল আরও শক্তিশালী হতো, বোলিং আক্রমণও অনেক দৃঢ় হতো। আমি মনে করি, সিরাজ যে এক্স-ফ্যাক্টর আনে, সেটি কিছুটা হলেও এশিয়া কাপে মিস করবে ভারত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জয়ের পর থেকে আর সীমিত ওভারের দলে জায়গা হয়নি সিরাজের। তবে লাল বলের ক্রিকেটে তিনি নিয়মিতই সাফল্য এনে দিচ্ছেন। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে বল হাতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নিয়েছিলেন ২৩ উইকেট। লাল বলে এমন পারফরম্যান্সের পরও সাদা বলের টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ডাক পড়েনি সিরাজের।
মন্তব্য করুন