স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে উড়িয়ে পাকিস্তানের শিরোপা জয়

হ্যাটট্রিক হিরো নওয়াজকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত
হ্যাটট্রিক হিরো নওয়াজকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

শারজাহর মরুভূমি সাক্ষী হলো পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজের জাদুকরী এক রাতের। নওয়াজের পাঁচ উইকেটের ঝড়ে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়েছে সালমান আঘার পাকিস্তান। সেই সাথে ৭৫ রানের দাপুটে জয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজের শিরোপাও ঘরে তুলেছে মেন ইন গ্রিনরা।

রোববার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ব্যাটাররা একেবারেই দাঁড়াতেই পারেননি নওয়াজের ঘূর্ণিতে।

প্রথম ওভারেই সস্তায় বিদায় নেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৫), শিকার হন শাহীন শাহ আফ্রিদির। এরপর নিয়মিত বিরতিতে আসতে থাকে উইকেট। সেদিকুল্লাহ আতলকে (১৩) ফিরিয়ে দেন আবরার আহমেদ। কিন্তু আসল ধাক্কাটা দেন নওয়াজ—এক ওভারেই দুই উইকেট তুলে নেন, ফিরিয়ে দেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে।

এরপর সাত নম্বর ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে (৯) এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ। সেই ওভারেই শূন্য রানে বিদায় করেন করিম জানাতকেও। তাতেই কার্যত শেষ হয়ে যায় আফগানিস্তানের লড়াই। এরপর অধিনায়ক রশিদ খানকে (১৭) আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন নওয়াজ। শেষ পর্যন্ত আফগানিস্তান ১২.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে।

নওয়াজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৫ উইকেট। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম শিকার করেন ২টি করে উইকেট, শাহীন নেন ১টি।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুতে ধাক্কা খেয়েছিল। ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে ফিরলে বিপাকে পড়ে দল। এরপর সাইম আইয়ু্ব (১৭) ও ফখর জামান (২৭) কিছুটা প্রতিরোধ গড়লেও মাঝের ওভারে রশিদ খান (৩/৩৮) ও নূর আহমেদের (২ উইকেট) ঘূর্ণিতে চাপে পড়ে পাকিস্তান।

মোহাম্মদ হারিস (২) ও হাসান নওয়াজ (১৫) সস্তায় ফেরার পর দায়িত্ব নেন অধিনায়ক সালমান আলি আঘা (২৪) ও নায়ক মোহাম্মদ নওয়াজ (২৫)। তাদের জুটিতে ১৪১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

অবশেষে সেই রানই যথেষ্টেরও বেশি প্রমাণিত হয়। আফগান ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থামিয়ে পাকিস্তান উল্লাসে মাতে শারজাহে। নওয়াজের হ্যাটট্রিক আর দুর্দান্ত স্পেলই এনে দেয় তাদের কাঙ্ক্ষিত ত্রিদেশীয় শিরোপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশের উন্নয়নে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই’

যাদের জনগণের প্রতি আস্থা নেই, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : রহমাতুল্লাহ 

ডাকসু প্রার্থীর জন্য পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারের শুভেচ্ছা

তারেক রহমান ‘অতি শিগগিরই’ ফিরবেন : সালাহউদ্দিন আহমদ

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

ঐক্যবদ্ধভাবে আ.লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে : মোস্তফা জামান 

ডাকসু নির্বাচনের প্রেস কার্ডে ভুলের ছড়াছড়ি

রেকর্ড লজ্জায় প্রোটিয়ারা, শ্রীলঙ্কাকে দিল মুক্তি

৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীর, পেলেন সংবর্ধনা

৭২ রানে প্রোটিয়াদের অলআউট করে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়

১০

নওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানকে উড়িয়ে পাকিস্তানের শিরোপা জয়

১১

হত্যার হুমকিতেও পিছপা হননি ডাকসুর যে প্রার্থী

১২

ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে সাদিক কায়েমের সর্বশেষ বার্তা

১৩

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : সালাহউদ্দিন

১৪

শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ মহানবীর শিক্ষা বাস্তবায়ন : সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

১৫

চন্দ্রগ্রহণ উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল 

১৬

ব্যাংকিং সমস্যার কারণে বন্ধ ৪০০ কারখানার উৎপাদন

১৭

জাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ৯ দফা ইশতেহার

১৮

নিহত দুই মালয়েশিয়া প্রবাসীর দাফন সম্পন্ন

১৯

বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প

২০
X