মাশরাফির নেতৃত্বে ২০২২ সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। এই প্রতিযোগিতার সবথেকে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় স্ট্রাইকার্সদের। তবে বাংলাদেশের সেরা এই অধিনায়ককে আরও এক আসরের জন্য নেত্বত্বের ভার দিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।
শনিবার (৯ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাশরাফিকে এবারও অধিনায়ক রাখার কথা জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ভিন্ন ভিন্ন চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন হবার অনন্য এক কীর্তি গড়েন এই ক্যাপ্টেন ফ্যান্টাসি। বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন ম্যাশ। পরবর্তী নির্বাচনেও নড়াইলের থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণের কথা রয়েছে মাশরাফির।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল। এর আগে দশম আসরের চূড়ান্ত সূচি প্রকাশের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে বিপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ রিজওয়ানদের মতো বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
মন্তব্য করুন