এশিয়া কাপ ২০২৫–এ পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা চরমে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দিনের মধ্যেই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
পিসিবির মুখপাত্র আমির মির মঙ্গলবার বলেন, ‘এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে। পাকিস্তানের স্বার্থকেই প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
পিসিবি স্পষ্ট করে জানিয়েছে—ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে ইউএই ম্যাচেও তারা মাঠে নামবে না। ভারতের বিপক্ষে ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর সূত্রপাতের পর থেকেই পাইক্রফটকে দায়ী করছে পাকিস্তান। তাদের অভিযোগ, পুরো পরিস্থিতি তিনি সঠিকভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন।
সূত্র জানাচ্ছে, আইসিসি যদি পাকিস্তানের দাবি নাকচ করে, তবে দল পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে পারে। যদিও এখন পর্যন্ত আইসিসি থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
এদিকে রোববার ভারত–পাকিস্তান ম্যাচের পর সাধারণত হয়ে আসা করমর্দন অনুষ্ঠান এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে সতীর্থদের সঙ্গে অভিনন্দন বিনিময় করলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের খেলোয়াড়রাও একে অপরের সঙ্গেই হাত মেলান, কিন্তু ভারতীয়দের সঙ্গে নয়।
এমনকি ম্যাচ–পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানেও যোগ দেননি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। ফলে মাঠের লড়াই ছাড়িয়ে দ্বিপাক্ষিক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো টুর্নামেন্টে।
তবে আজকের ম্যাচে মাঠে না নামলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত পাকিস্তানের। এক জয় ও এক হারে তাদের ঝুলিতে এখন মাত্র ২ পয়েন্ট। সুপার ফোরে যেতে হলে ইউএই–এর বিপক্ষে জয় অপরিহার্য।
তবে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে পাকিস্তান দল। যদিও তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে আইসিসি একাডেমিতে। অন্যদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গেও পরামর্শ করছেন।
সূত্র : জিও নিউজ
মন্তব্য করুন