জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা আর তাতে সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় ঢুকেছিলেন সাইফ হাসান। তানজিম সাকিবের জায়গায় খেলানো হয়েছিল নাসুম আহমেদকে, যা বেশ কার্যকরী ছিল। শেখ মাহেদীকে বেঞ্চ করে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছিল একাদশে।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। লঙ্কানদের ব্যাটিং লাইন আপে পাঁচ বাঁহাতি ব্যাটার থাকায় ডানহাতি অফ স্পিনার শেখ মাহেদী একাদশে ঢুকতে পারেন। এক্ষেত্রে কপাল পুড়তে পারে চলতি এশিয়া কাপে ৪৮ বল খেলে ৫৩ রান করা জাকের আলীর।
দুবাইয়ের উইকেটে স্পিন সহায়ক হওয়ায় তিন স্পিনারের দেখা মিলতে পারে বাংলাদেশের একাদশে। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে। পেস আক্রমণে থাকতে পারেন মুস্তাফিজ ও তাসকিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন