সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দল সাধারণত সেই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি ঘোষণা করে। ২০২৩ বিশ্বকাপেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। তবে বাংলাদেশ সময় আজ ভোরে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ওয়ানডে বিশ্বকাপের দল যেভাবে ঘোষণা করেছে তারপর সবার মনেই প্রশ্ন, ‘এত চমৎকারভাবে কোনো ক্রিকেট বোর্ড কি কখনো বিশ্বকাপ দল ঘোষণা করেছে?’
এমনিতেই সাধারণ ক্রিকেটভক্তদের কাছে নিউজিল্যান্ড একটি ভালোবাসার নাম। আজকের পর নির্ঘাত এটি আরও বাড়বে। আজ নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল জানা গেছে তাদের পরিবারের কাছ থেকেই।
নিজেদের ওয়েবসাইটে ১৫ সদস্যের দল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও রিল পোস্ট করেছে এনজেডসি; যেখানে একে একে কেউ তার বাবা, কেউবা তার স্বামী, কেউ আবার নিজের সন্তান বা নাতির বিশ্বকাপ দলে থাকার কথা গর্বভরে ঘোষণা করছেন।
Our 2023 @cricketworldcup squad introduced by their number 1 fans! #BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/e7rgAD21mH — BLACKCAPS (@BLACKCAPS) September 11, 2023
আর নিউজিল্যান্ড ভক্তদের সব শঙ্কা পাশ কাটিয়ে ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এক মাস আগেও তাকে নিয়ে ছিল শঙ্কা। আইপিএলে ইনজুরির পর ধারণা করা হয়েছিল বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তিনি।
উইলিয়ামসন ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ মার্টিন গাপটিলের। রাখা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন, দুই পেসার অ্যাডাম মিল্নে ও কাইল জেমিসনকেও।
ভারতের উইকেটের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে তিন স্পিনার। মিচেল স্যান্টনার, ইশ সোধির সঙ্গে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। পেস আক্রমণে ট্রেন্ট বোল্ট–টিম সাউদির সঙ্গে আছেন লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।
একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে জিমি নিশামকে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার চলার সময় মারা যান নিশামের কৈশোরের কোচ জেমস গর্ডন; যিনি তার জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। বেঁচে থাকলে হয়তো গর্ডনই নিশামের নাম ঘোষণা করতেন। সেটা হয়নি। তবে নিশামের নাম যিনি ঘোষণা করেছেন, তিনিও তাকে ক্রিকেটার হতে কম অনুপ্রাণিত করেননি। সেই তিনি নিশামের ৯৪ বছর বয়সী দাদি। নাতির নাম ঘোষণা করেছেন এভাবে, ‘ওডিআই ব্ল্যাকক্যাপ নম্বর ১৭৭। সে আমার নাতি জেমস নিশাম।’
এভাবে কারও বাবা–মা, কারও বাগ্দত্তা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।
পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উইলিয়ামসনের থাকার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে তিনি চোট থেকে সেরে ওঠার শেষপর্যায়ে আছেন বলে জানা গেছে।
নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ম্যাট হেনরি।
মন্তব্য করুন