স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

কোহলি-রোহিতের সঙ্গে শুভমান গিল। ছবি : সংগৃহীত
কোহলি-রোহিতের সঙ্গে শুভমান গিল। ছবি : সংগৃহীত

ভারতের ওয়ানডে ক্রিকেটে এলো বড় পরিবর্তন। বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো অধিনায়কত্ব থেকে, আর তার জায়গায় নেতৃত্বের ভার তুলে দেওয়া হলো তরুণ শুভমান গিলের হাতে। শনিবার (৪ অক্টোবর) অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার সময় এ সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচক অজিত আগারকার।

অক্টোবরের ১৯ তারিখ থেকে পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর সেখান থেকেই ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে ২৬ বছর বয়সী গিলকে। ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেবেন শুভমান গিল—এই রূপরেখাই আঁকছে বোর্ড।

গিল এখন একসঙ্গে দুই ফরম্যাটে (টেস্ট ও ওয়ানডে) অধিনায়ক, আর টি-টোয়েন্টিতে তিনি সহ-অধিনায়ক। এ বছরের শুরুতে রোহিত টেস্ট থেকে অবসরের পরই গিলকে সেই ফরম্যাটে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এবার ওয়ানডেতেও তার কাঁধেই ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট।

নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেছে। অন্যদিকে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ছিলেন দারুণ মনোযোগী। মুম্বাইয়ে সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে ঘাম ঝরিয়ে ফিটনেস ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। সাম্প্রতিক ছবিতেই দেখা গেছে, রোহিত ওজন কমিয়ে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুত।

এই সিরিজে গিলের ডেপুটি হবেন মুম্বাইয়ের ব্যাটার শ্রেয়াস আইয়ার, যিনি আইপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।

অবশ্য অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার পর এই প্রথমবার জাতীয় দলে ফিরছেন তারা। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের এক অনন্য মিশ্রণ নিয়েই নামছে ভারত।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলিকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক হন। সেই থেকে ৫৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যেখানে জয় এসেছে ৪২টিতে, হারের সংখ্যা মাত্র ১২। জয়ের শতাংশ দাঁড়িয়েছে ৭৫—যা তাকে ইতিমধ্যেই ভারতীয় ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বানিয়েছে।

তার অধীনে ভারত জিতেছে ২০২৩ সালের এশিয়া কাপ ও ঐ বছরই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তবে সবচেয়ে বড় অর্জন ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের তেতো স্মৃতি থেকে গেছে।

রোহিত এখনো খেলা চালিয়ে যাবেন, তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে—ভবিষ্যৎ এখন গিলের হাতে। আর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

টিভিতে আজকের যত খেলা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

রাজধানীতে আজ কোথায় কী

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১০

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১১

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

১২

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

১৪

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

১৭

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

১৮

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

১৯

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

২০
X