স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

কোহলি-রোহিতের সঙ্গে শুভমান গিল। ছবি : সংগৃহীত
কোহলি-রোহিতের সঙ্গে শুভমান গিল। ছবি : সংগৃহীত

ভারতের ওয়ানডে ক্রিকেটে এলো বড় পরিবর্তন। বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো অধিনায়কত্ব থেকে, আর তার জায়গায় নেতৃত্বের ভার তুলে দেওয়া হলো তরুণ শুভমান গিলের হাতে। শনিবার (৪ অক্টোবর) অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার সময় এ সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচক অজিত আগারকার।

অক্টোবরের ১৯ তারিখ থেকে পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর সেখান থেকেই ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে ২৬ বছর বয়সী গিলকে। ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেবেন শুভমান গিল—এই রূপরেখাই আঁকছে বোর্ড।

গিল এখন একসঙ্গে দুই ফরম্যাটে (টেস্ট ও ওয়ানডে) অধিনায়ক, আর টি-টোয়েন্টিতে তিনি সহ-অধিনায়ক। এ বছরের শুরুতে রোহিত টেস্ট থেকে অবসরের পরই গিলকে সেই ফরম্যাটে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এবার ওয়ানডেতেও তার কাঁধেই ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট।

নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেছে। অন্যদিকে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ছিলেন দারুণ মনোযোগী। মুম্বাইয়ে সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে ঘাম ঝরিয়ে ফিটনেস ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। সাম্প্রতিক ছবিতেই দেখা গেছে, রোহিত ওজন কমিয়ে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুত।

এই সিরিজে গিলের ডেপুটি হবেন মুম্বাইয়ের ব্যাটার শ্রেয়াস আইয়ার, যিনি আইপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।

অবশ্য অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার পর এই প্রথমবার জাতীয় দলে ফিরছেন তারা। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের এক অনন্য মিশ্রণ নিয়েই নামছে ভারত।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলিকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক হন। সেই থেকে ৫৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যেখানে জয় এসেছে ৪২টিতে, হারের সংখ্যা মাত্র ১২। জয়ের শতাংশ দাঁড়িয়েছে ৭৫—যা তাকে ইতিমধ্যেই ভারতীয় ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বানিয়েছে।

তার অধীনে ভারত জিতেছে ২০২৩ সালের এশিয়া কাপ ও ঐ বছরই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তবে সবচেয়ে বড় অর্জন ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের তেতো স্মৃতি থেকে গেছে।

রোহিত এখনো খেলা চালিয়ে যাবেন, তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে—ভবিষ্যৎ এখন গিলের হাতে। আর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

চালক-পাম্পকর্মীর ফাঁদে অভিনেতা ফারহান, উধাও ১৬ লাখ টাকা!

সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন : এমএ মালিক

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‎ম্যাজিস্ট্রেট দেখে ইলিশ রেখে পালালেন জেলেরা

১০

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অবিশ্বাস্য রেকর্ড

১১

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত

১২

মেহেরপুর উন্নয়নে এনসিপির ১৩ দফা ঘোষণা

১৩

নিজেই হোন নিজের প্রোডাক্টের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর

১৪

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা

১৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

১৬

চোখের ৫ লক্ষণই বলে দেবে আপনার কিডনি কোন অবস্থায় আছে

১৭

ছাত্রদলে যোগ দিলেন শিবির নেতা

১৮

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়র কারাদণ্ড

১৯

মাল্টিমোড গ্রুপের নতুন লোগো ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন

২০
X