২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপে কলম্বোয় ভারত–পাকিস্তান লড়াইয়ের সূচনাতেই দেখা দিল নাটকীয়তা। রোববারের টসের সময় হ্যান্ডশেক না করার পাশাপাশি হয়েছে ভুল সিদ্ধান্তও। টসের সময় ভুল শোনার কারণে সিদ্ধান্ত চলে যায় পাকিস্তানের পক্ষে, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।
ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর কয়েন ছোড়েন। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ডাক দেন ‘টেলস’। কিন্তু ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিটজ এবং ঘোষক মেল জোন্স সেটিকে শুনলেন ‘হেডস’ বলে। কয়েন মাটিতে পড়ার পর ফল আসে হেডস। ফলে ভুল বোঝাবুঝির কারণে টসের জয়ী ঘোষণা করা হয় ফাতিমাকে। তিনি সুযোগ নিয়ে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানান।
অদ্ভুত বিষয় হলো—সেই মুহূর্তে হারমানপ্রীত কোনো আপত্তি তোলেননি।
দ্বিতীয় লিগ ম্যাচে ভারত ও পাকিস্তান—দুটি দলই একাদশে একটি করে পরিবর্তন আনে। পুরুষদের ক্রিকেটের ধারাবাহিকতায় এখানেও দুই অধিনায়ক টসে হাত মেলাননি।
বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগেই এমন বিভ্রান্তি শুধু উত্তেজনাই বাড়িয়ে দিয়েছে। ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি নাটক, আর কলম্বোর সেই টসের ঘটনা যেন তারই আরেক প্রমাণ।
মন্তব্য করুন