

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শক্তির জানান দিল ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ৯০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত।
বৃষ্টির কারণে ম্যাচটি ৪৯ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাট করে ভারত ৪৬.১ ওভারে অলআউট হয়ে তোলে ২৪০ রান। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে, ৪১.২ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইনিংসের অষ্টম ওভারেই ধস নামান দীপেশ দেবেন্দ্রন। টপ অর্ডারের তিন ব্যাটারকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এরপর একপ্রান্তে কিছুটা লড়াই চালান হুজাইফা আহসান। ৮৩ বলে ৭০ রান করে তিনিই ছিলেন পাকিস্তানের একমাত্র উল্লেখযোগ্য ব্যাটার। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় তার ইনিংস দলকে জয়ের কাছাকাছি নিতে পারেনি।
ভারতের হয়ে দেবেন্দ্রন ও কনিশ্ক চৌহান নেন তিনটি করে উইকেট। কিশান সিং দুটি এবং খিলান প্যাটেল ও বৈভব সূর্যবংশী একটি করে উইকেট তুলে নেন।
এর আগে ভারতের ইনিংসে দৃঢ়তার প্রতীক হয়ে ওঠেন অ্যারন জর্জ। চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করে ৮৮ বলে ৮৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা। অধিনায়ক আয়ুষ মাহাত্রে দ্রুতগতির ৩৮ রান করে শুরুটা ভালো করেন। পরে কনিশ্ক চৌহানের ৪৬ রানের ইনিংস ভারতকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেয়।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ সাইয়াম ও আবদুল সুবহান তিনটি করে উইকেট নেন। তবে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি তারা।
এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত শক্ত বার্তা দিল, আর পাকিস্তানের জন্য এটি হয়ে থাকল বাস্তবতার কঠিন স্মরণ।
মন্তব্য করুন