

ভারতের ক্রিকেটে এখন আলোচনায় মোহাম্মদ শামির নাম। ৩৫ বছর বয়সেও যিনি এখনো আগুন ঝরানো বোলিংয়ে প্রতিপক্ষকে ভোগাচ্ছেন, সেই শামিকেই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দলে রাখেননি নির্বাচকেরা। আর এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপে গাঙ্গুলি বলেন, ‘শামি অসাধারণ বল করছে। ও ফিট, আর আমরা সবাই দেখেছি ও তিনটে রণজি ম্যাচে কেমনভাবে একাই বাংলা দলকে জিতিয়েছে। আমি সত্যিই কোনো কারণ দেখি না, কেন ও ভারত দলে খেলবে না—টেস্ট, ওয়ানডে বা টি–টোয়েন্টি—সব ফরম্যাটেই ওর জায়গা আছে।’
শামি চলতি মৌসুমে রণজি ট্রফির প্রথম দুটি ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়েছেন। মোট তিন ম্যাচে বল করেছেন ৯১ ওভার, যার মধ্যে একটিতে (ত্রিপুরার বিপক্ষে) উইকেট না পেলেও বাকি ম্যাচগুলোতে ছিলেন দাপুটে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। কিন্তু সেই শামিই এখন জাতীয় দলে অনুপস্থিত। বিশ্বকাপের পর তার গোড়ালির অস্ত্রোপচার হয়েছিল, তবে এখন পুরোপুরি ফিট—এটা সৌরভ নিজেই জোর দিয়ে বললেন।
‘আমি নিশ্চিত, নির্বাচকরা ওর সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু ফিটনেস ও দক্ষতার দিক থেকে বললে—এটাই সেই পুরোনো শামি, যাকে আমরা চিনি। ওর দক্ষতা বিরল, ভারতের এখনো ওর প্রয়োজন।’
সৌরভের বক্তব্যে স্পষ্ট, তিনি নির্বাচকদের সিদ্ধান্তে অবাক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেনে শুরু হতে যাওয়া দুই টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে নবীন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপকে। গাঙ্গুলির চোখে এ সিদ্ধান্ত ভবিষ্যতের পরিকল্পনা হলেও, বর্তমান পারফরম্যান্সের বিচারেও শামিকে উপেক্ষা করা অন্যায়।
শামির বয়স এখন ৩৫। হ্যাঁ, ২০২৭ সালের বিশ্বকাপের সময় তিনি ৩৭-এর কাছাকাছি হবেন, কিন্তু সৌরভের মতে বয়স নয়—ফিটনেস আর পারফরম্যান্সই আসল মাপকাঠি। আর এই দু’টি ক্ষেত্রেই শামি এখনো পরীক্ষিত।
মোহাম্মদ শামির বাদ পড়া যেন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেটে। ফিট, ফর্মে থাকা এক বিশ্বকাপ–নায়ককে বাদ দেওয়া নিয়ে এখন প্রশ্ন ঘুরছে সর্বত্র। সৌরভ গাঙ্গুলি তো বলেই দিয়েছেন—“শামির মতো পেসারের জায়গা সবসময়ই ভারতের দলে থাকবে।”
প্রশ্ন এখন একটাই—নির্বাচকরা কি শুনবেন ‘দাদার’ এই বার্তা?
মন্তব্য করুন