

চা-বিরতির পর ৫৫.৪ ওভারে দলীয় দুইশ স্পর্শ করে বাংলাদেশ। ১৯০ বলে শতক তুলে নেন মাহমুদুল হাসান জয়। টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। জর্দান নেইলের বলে চার হাঁকিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পান জয়।
২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। এই সেশনে বাংলাদেশ তুলে আরও ৮৯ রান। হারিয়েছে ৮০ রান করা ওপেনার সাদমানের উইকেট। বাঁহাতি স্পিনার হামফ্রেসের বলে ফিরেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২১৮ রান।
এর আগে, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের বোলারদের। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ বলে টিকতে পারল আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে।
তাইজুলের পর উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
মন্তব্য করুন