

সিলেট টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৪৯ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটির দেখা পান সাদমান। অর্ধশতকের দেখা পান জয়ও।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফেরেন। ফেরাটা তিনি রাঙালেন ফিফটি করে। টেস্ট ক্রিকেটে এটি জয়ের পঞ্চম ফিফটি। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ও দারুণ ব্যাটিংয়ে বিনা উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
এর আগে, দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের বোলারদের। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ বলে টিকতে পারল আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে। তাইজুলের পর উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
মন্তব্য করুন