

বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। সরাসরি চুক্তিতে দুই তারকা বিদেশিকে দলে নিয়ে চমক দেখায় তারা। নিলামেও একাধিক তারকাকে দলে ভেড়ায় তারা। বিপিএলের আসন্ন আসরে দলটির অধিনায়ক কে হতে পারে সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।
নিলামের আগে সরাসরি চুক্তিতে সৌম্য সরকারকে দলে ভেড়ায় নোয়াখালী। সুজনের প্রত্যাশা, বাঁহাতি এই ব্যাটারই দলকে নেতৃত্ব দেবে। যদিও পুরো ব্যাপারটি নির্ভর করছে সৌম্যর ওপর। তিনি অধিনায়কের দায়িত্ব নেবেন কিনা সেটিই এখন দেখার বিষয়।
এ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক। যদি ও করতে চায়। কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না, কারণ প্রেসার নিতে চায় না বাড়তি একটা। যদি করতে চায় তো আমি সৌম্যর কথা চিন্তা করি।’
সম্প্রতি রাইজিং স্টারস এশিয়া কাপে আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখানো হাবিবুর রহমান সোহানকে কিনে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তাকে নিয়ে দলটির কোচ বলেন, ‘সোহান হলো পকেট ডায়নামো, মারবেই খালি। চার্লস, সৌম্য, কুশল তারা বেশ অভিজ্ঞ। তারা বিল্ড আপ করবে, খেলা এগিয়ে নেবে। এদের একটা প্রেসার থাকবে না? তো আমি সোহানকে কোনো প্রেসার দিতে চাই না। সৌম্য যাতে এদের ব্যাটিং ইজি করে দেয়।’
নোয়াখালী এক্সপ্রেস :
সরাসরি চুক্তি : হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার : জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান (৫০ লাখ), নাজমুল ইসলাম (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদী হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলী (২৫ হাজার ডলার)
মন্তব্য করুন