স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলও কি বিদায় বলছেন আইপিএলকে?

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় টি–টোয়েন্টি লিগ আইপিএলে তিনি ছিলেন এক অনির্দেশ্য ঝলক—কখনো বিধ্বংসী, কখনো হতাশাজনক। কিন্তু সেই অধ্যায় হয়তো শেষের পথে। দীর্ঘ চিন্তাভাবনার পর আইপিএল ২০২৬ মিনি নিলামে নিজের নাম তুলছেন না বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বয়স ৩৭ ছুঁই–ছুঁই এই ক্রিকেটারের সিদ্ধান্তে নতুন করে আলোচনা জমেছে—এটাই কি তবে তার আইপিএল ক্যারিয়ারের ইতি?

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় ম্যাক্সওয়েল জানান, ‘অনেক স্মরণীয় মৌসুমের পর এ বছর নিলামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লিগ আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’

তিনি জানান, দীর্ঘ সময় ধরে ভাবনা–চিন্তার পরই সিদ্ধান্তটি চূড়ান্ত করেছেন। এর মাধ্যমে আন্দ্রে রাসেল ও ফাফ ডু প্লেসিসের পর আরেকজন তারকা খেলোয়াড় নিলাম থেকে সরে দাঁড়ালেন।

গত মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে দুর্বল পারফরম্যান্স ছিল ম্যাক্সওয়েলের আলোচিত ব্যর্থতার একটি বড় অংশ। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান—একজন বিদেশি প্রিমিয়ার অলরাউন্ডারের জন্য যা অত্যন্ত হতাশাজনক। ফলে ব্যাটারের চেয়ে তাকে বেশি ব্যবহার করা হয়েছিল বোলার হিসেবে।

ইনজুরিও ছেড়ে কথা বলেনি। আঙুলের চোট তাঁকে গত মৌসুমের বেশির ভাগ সময়ের বাইরে রাখে।

আইপিএল ক্যারিয়ারে ১৪১ ম্যাচে ম্যাক্সওয়েলের সংগ্রহ ২,৮১৯ রান, গড় ২৩.৮৮। তবুও ‘বিগ শো’ নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইনিংস সবসময় দিতে পারেননি।

  • ২০১৩ – মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপাজয়ী স্কোয়াডে ছিলেন।
  • ২০১৪-১৭ – পাঞ্জাব কিংসের রংবদল করা সময়।
  • ২০১৮ – ৯ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস, ব্যর্থতার বছর।
  • ২০২১ – ১৪.২৫ কোটি টাকায় RCB, সেরা রূপে ফিরে আসা।

RCB-র হয়ে প্রথম তিন মৌসুমে ৫১৩, ৩০১ ও ৪০০ রান, যা তার ক্যারিয়ারের সবচেয়ে ধারাবাহিক সময়। তবুও শেষ দুই মৌসুমে ফর্মহীনতা তাকে সন্দিহান করে তুলেছিল ভবিষ্যৎ নিয়ে।

ঘোষণায় ম্যাক্সওয়েলের ভাষায় ভবিষ্যতের ইঙ্গিতও স্পষ্ট—“এই লিগ আমাকে ক্রিকেটার ও মানুষ হিসেবে বদলে দিয়েছে… স্মৃতিগুলো আজীবন থাকবে। ভারতের উন্মাদনা, দর্শকদের ভালোবাসা—সবসময় হৃদয়ে থাকবে।”

শেষে লেখেন,“সব সমর্থকদের ধন্যবাদ। দেখি, আবার কোথাও দেখা হয় কি না।”

এই ‘দেখা হয় কি না’—এটাই প্রশ্ন তুলেছে, ম্যাক্সওয়েল কি এবার সত্যিই আইপিএল অধ্যায় বন্ধ করে দিলেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি যুবরাজের মাধ্যমে ৩ শর্ত পাঠিয়েছেন ট্রাম্প, ইরানি এমপির দাবি

বাজারে আসছে আরেক নতুন নোট

জকসু নির্বাচন / আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবির প্যানেলের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

শাহরুখের মার্কশিট ভাইরাল, দেখে অবাক ভক্তরা

তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে যা বললেন আমীর খসরু

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

‘খালেদা জিয়ার দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

বিপিএল নিলামে নিজের মূল্য নিয়ে যা বললেন লিটন

মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না : অধ্যাপক মুজিবুর রহমান

বাকৃবিতে আড়াই মাসেও হয়নি ‘কম্বাইন্ড ডিগ্রি’র কোর্স কারিকুলাম

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

১১

ম্যাক্সওয়েলও কি বিদায় বলছেন আইপিএলকে?

১২

বিড়াল কবুতর খেয়ে ফেলায় সংঘর্ষ, নিহত ১

১৩

খালেদা জিয়ার জন্য বাউবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল

১৪

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশ জারি

১৫

প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট : হাসনাত আবদুল্লাহ

১৬

জাহানারার অনুরোধে তদন্তের সময় বাড়াল বিসিবি

১৭

ইমরানের সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন বোন উজমা খান

১৮

কুকুরছানা হত্যায় ফুঁসে উঠলেন জয়া-নিলয়রা

১৯

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

২০
X