মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলও কি বিদায় বলছেন আইপিএলকে?

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় টি–টোয়েন্টি লিগ আইপিএলে তিনি ছিলেন এক অনির্দেশ্য ঝলক—কখনো বিধ্বংসী, কখনো হতাশাজনক। কিন্তু সেই অধ্যায় হয়তো শেষের পথে। দীর্ঘ চিন্তাভাবনার পর আইপিএল ২০২৬ মিনি নিলামে নিজের নাম তুলছেন না বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বয়স ৩৭ ছুঁই–ছুঁই এই ক্রিকেটারের সিদ্ধান্তে নতুন করে আলোচনা জমেছে—এটাই কি তবে তার আইপিএল ক্যারিয়ারের ইতি?

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় ম্যাক্সওয়েল জানান, ‘অনেক স্মরণীয় মৌসুমের পর এ বছর নিলামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লিগ আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’

তিনি জানান, দীর্ঘ সময় ধরে ভাবনা–চিন্তার পরই সিদ্ধান্তটি চূড়ান্ত করেছেন। এর মাধ্যমে আন্দ্রে রাসেল ও ফাফ ডু প্লেসিসের পর আরেকজন তারকা খেলোয়াড় নিলাম থেকে সরে দাঁড়ালেন।

গত মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে দুর্বল পারফরম্যান্স ছিল ম্যাক্সওয়েলের আলোচিত ব্যর্থতার একটি বড় অংশ। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান—একজন বিদেশি প্রিমিয়ার অলরাউন্ডারের জন্য যা অত্যন্ত হতাশাজনক। ফলে ব্যাটারের চেয়ে তাকে বেশি ব্যবহার করা হয়েছিল বোলার হিসেবে।

ইনজুরিও ছেড়ে কথা বলেনি। আঙুলের চোট তাঁকে গত মৌসুমের বেশির ভাগ সময়ের বাইরে রাখে।

আইপিএল ক্যারিয়ারে ১৪১ ম্যাচে ম্যাক্সওয়েলের সংগ্রহ ২,৮১৯ রান, গড় ২৩.৮৮। তবুও ‘বিগ শো’ নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইনিংস সবসময় দিতে পারেননি।

  • ২০১৩ – মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপাজয়ী স্কোয়াডে ছিলেন।
  • ২০১৪-১৭ – পাঞ্জাব কিংসের রংবদল করা সময়।
  • ২০১৮ – ৯ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস, ব্যর্থতার বছর।
  • ২০২১ – ১৪.২৫ কোটি টাকায় RCB, সেরা রূপে ফিরে আসা।

RCB-র হয়ে প্রথম তিন মৌসুমে ৫১৩, ৩০১ ও ৪০০ রান, যা তার ক্যারিয়ারের সবচেয়ে ধারাবাহিক সময়। তবুও শেষ দুই মৌসুমে ফর্মহীনতা তাকে সন্দিহান করে তুলেছিল ভবিষ্যৎ নিয়ে।

ঘোষণায় ম্যাক্সওয়েলের ভাষায় ভবিষ্যতের ইঙ্গিতও স্পষ্ট—“এই লিগ আমাকে ক্রিকেটার ও মানুষ হিসেবে বদলে দিয়েছে… স্মৃতিগুলো আজীবন থাকবে। ভারতের উন্মাদনা, দর্শকদের ভালোবাসা—সবসময় হৃদয়ে থাকবে।”

শেষে লেখেন,“সব সমর্থকদের ধন্যবাদ। দেখি, আবার কোথাও দেখা হয় কি না।”

এই ‘দেখা হয় কি না’—এটাই প্রশ্ন তুলেছে, ম্যাক্সওয়েল কি এবার সত্যিই আইপিএল অধ্যায় বন্ধ করে দিলেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১০

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১১

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১২

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৩

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৪

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৫

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৬

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৭

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৮

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৯

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

২০
X