স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাক্সওয়েলও কি বিদায় বলছেন আইপিএলকে?

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় টি–টোয়েন্টি লিগ আইপিএলে তিনি ছিলেন এক অনির্দেশ্য ঝলক—কখনো বিধ্বংসী, কখনো হতাশাজনক। কিন্তু সেই অধ্যায় হয়তো শেষের পথে। দীর্ঘ চিন্তাভাবনার পর আইপিএল ২০২৬ মিনি নিলামে নিজের নাম তুলছেন না বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বয়স ৩৭ ছুঁই–ছুঁই এই ক্রিকেটারের সিদ্ধান্তে নতুন করে আলোচনা জমেছে—এটাই কি তবে তার আইপিএল ক্যারিয়ারের ইতি?

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় ম্যাক্সওয়েল জানান, ‘অনেক স্মরণীয় মৌসুমের পর এ বছর নিলামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লিগ আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’

তিনি জানান, দীর্ঘ সময় ধরে ভাবনা–চিন্তার পরই সিদ্ধান্তটি চূড়ান্ত করেছেন। এর মাধ্যমে আন্দ্রে রাসেল ও ফাফ ডু প্লেসিসের পর আরেকজন তারকা খেলোয়াড় নিলাম থেকে সরে দাঁড়ালেন।

গত মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে দুর্বল পারফরম্যান্স ছিল ম্যাক্সওয়েলের আলোচিত ব্যর্থতার একটি বড় অংশ। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান—একজন বিদেশি প্রিমিয়ার অলরাউন্ডারের জন্য যা অত্যন্ত হতাশাজনক। ফলে ব্যাটারের চেয়ে তাকে বেশি ব্যবহার করা হয়েছিল বোলার হিসেবে।

ইনজুরিও ছেড়ে কথা বলেনি। আঙুলের চোট তাঁকে গত মৌসুমের বেশির ভাগ সময়ের বাইরে রাখে।

আইপিএল ক্যারিয়ারে ১৪১ ম্যাচে ম্যাক্সওয়েলের সংগ্রহ ২,৮১৯ রান, গড় ২৩.৮৮। তবুও ‘বিগ শো’ নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইনিংস সবসময় দিতে পারেননি।

  • ২০১৩ – মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপাজয়ী স্কোয়াডে ছিলেন।
  • ২০১৪-১৭ – পাঞ্জাব কিংসের রংবদল করা সময়।
  • ২০১৮ – ৯ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস, ব্যর্থতার বছর।
  • ২০২১ – ১৪.২৫ কোটি টাকায় RCB, সেরা রূপে ফিরে আসা।

RCB-র হয়ে প্রথম তিন মৌসুমে ৫১৩, ৩০১ ও ৪০০ রান, যা তার ক্যারিয়ারের সবচেয়ে ধারাবাহিক সময়। তবুও শেষ দুই মৌসুমে ফর্মহীনতা তাকে সন্দিহান করে তুলেছিল ভবিষ্যৎ নিয়ে।

ঘোষণায় ম্যাক্সওয়েলের ভাষায় ভবিষ্যতের ইঙ্গিতও স্পষ্ট—“এই লিগ আমাকে ক্রিকেটার ও মানুষ হিসেবে বদলে দিয়েছে… স্মৃতিগুলো আজীবন থাকবে। ভারতের উন্মাদনা, দর্শকদের ভালোবাসা—সবসময় হৃদয়ে থাকবে।”

শেষে লেখেন,“সব সমর্থকদের ধন্যবাদ। দেখি, আবার কোথাও দেখা হয় কি না।”

এই ‘দেখা হয় কি না’—এটাই প্রশ্ন তুলেছে, ম্যাক্সওয়েল কি এবার সত্যিই আইপিএল অধ্যায় বন্ধ করে দিলেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা নদীতে নিখোঁজ কিশোর, ২৪ ঘণ্টা পর মিলল মরদেহ

জনগণের ভোটই ক্ষমতার উৎস :  মির্জা আব্বাস

দল ঘোষণার পরও বিশ্বকাপ বয়কটের নতুন বার্তা, খেলা জমিয়ে দিল পাকিস্তান

সৌদি আরবে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে টাকার ব্যাগ ছিনতাই

ফেনীতে মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপন করা হবে : তারেক রহমান

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না : শিক্ষা উপদেষ্টা

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

যেসব খাবার আপনার দাঁতের ক্ষতি করছে নীরবে

ফের শুরু এনআইডি সংশোধন কার্যক্রম 

১০

বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না : আদালত

১১

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

১২

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে : ধর্ম উপদেষ্টা 

১৩

কানায় কানায় পূর্ণ কুমিল্লার ফুলতলী মাঠ, বক্তব্য দেবেন তারেক রহমান

১৪

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

১৫

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

১৬

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

১৭

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৮

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

১৯

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

২০
X