

১২ বছর পর বিপিএলে নিলামের ফিরতি পথ, আর সেই নিলাম ঘিরেই তৈরি হয়েছে আলোচনার ঢেউ। চট্টগ্রামের সংবাদ সম্মেলন কক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর যখন প্রশ্ন উঠল লিটন দাসের মূল্য নিয়ে, তখন উত্তর দেওয়ার আগেই মাঝপথে প্রশ্ন থামিয়ে দিলেন বাংলাদেশ টি–টোয়েন্টি অধিনায়ক নিজেই। উল্টো সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসিমুখে জানতে চাইলেন,“নিলামে কি আমাকে ৭৫ লাখ টাকায় নেয়নি?”
উত্তরটা এল স্পষ্ট—না। গত ৩০ নভেম্বর বিপিএলের নিলামে রংপুর রাইডার্স লিটনকে দলে নিয়েছে ৭০ লাখ টাকায়।
ঠিক অঙ্কটা শোনার পর হতাশা নয়, বরং মুখে চওড়া হাসিই ফুটে উঠল তাঁর। মজার সুরে বললেন আপনারা (সাংবাদিক) বাড়িয়ে দেন ৫ লাখ।
এবারের বিপিএলে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই সরাসরি চুক্তির পথে হেঁটেছেন। সেই ভিড় থেকে ব্যতিক্রম ছিলেন লিটন দাস—তিনি নিলামেই নাম লেখান। ‘এ’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা।
একই ক্যাটাগরির মোহাম্মদ নাঈম নিলামে উঠেছেন ১ কোটি ১০ লাখ টাকায়। এমনকি সতীর্থ তাওহিদ হৃদয়ও রংপুরের কাছ থেকেই পেয়েছেন ৯২ লাখের চুক্তি। তুলনায় লিটনের প্রাপ্তি ৭০ লাখ—স্বাভাবিকভাবেই এই হিসাব চোখে পড়ার মতো।
প্রশ্নটা সরাসরিই করা হয়েছিল লিটনের কাছে—প্রত্যাশিত মূল্য পেয়েছেন কি না। উত্তরে লিটন ছিলেন পরিচিত ধীরতায় স্পষ্ট, “এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যেগুলো আছে, সেগুলো নিয়েই কাজ করতে চাই। আমি স্রষ্টায় বিশ্বাস করি। তিনি যদি চান, একদিন আমাকে আরও বেশি দেবেন। তাঁর মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট—তাই সেটাই হয়েছে।”
নিলামের অঙ্ক যাই হোক, লিটনের কথায় স্পষ্ট—বিশ্বাস আর খেলাটাকেই তিনি রাখছেন আলোচনার কেন্দ্রে।
মন্তব্য করুন