চা বাগানের কোল ঘেঁষে সবুজে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সৌন্দর্য্যের দিক থেকে দেশের সেরা বললেও খুব একটা ভুল হবে না। এ মাঠেই দীর্ঘ ৫ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট ম্যাচ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ অপেক্ষার পর আবারও টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বিশ্বকাপের পর ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।
এর আগে ২০১৮ সালের তিন নভেম্বর দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশ দল হেরে যায় ১৫১ রানে।
২০১৮ সালের পর ঘরের মাঠে অনেক সিরিজ খেললেও সিলেট স্টেডিয়ামে হয়নি কোনো টেস্ট ম্যাচ। তবে ভেন্যুটিতে এই সময়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে মিরপুরে।
মন্তব্য করুন