স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিপিএলে দুর্দান্ত পারফারমেন্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। এবার খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়েছেন হৃদয়।
বুধবার (২০ আগস্ট) দুপুরে নিজের সামজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন হৃদয়। যেখানে মাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ভর্তির কথা জানিয়েছেন তরুণ এ ক্রিকেটার।
হৃদয় ফেসবুকে লেখেন, ‘এখন আমি আমার মাকে বলতে পারব, আম্মা তোমার ছেলে খেলাধুলার পিছে সময় দিয়ে অক্সফোর্ড পর্যন্ত পৌঁছাতে না পারলেও, প্রাচ্যের অক্সফোর্ডে কিন্তু ঠিকই পৌঁছে গেল।’
তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ পড়ালেখার স্বপ্নপূরণ হলো। আমার সম্মানিত শিক্ষকদের আতিথেয়তায় খুব সম্মানিত বোধ করছি। আশা করি, আপনাদের সবার দোয়ায় আমি আমার গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারব। আমি আমার জীবনে সব পেয়ে কৃতজ্ঞ।’
হদয় লিখেছেন, স্বপ্ন কখনই আপনাকে অসহায় করে না, বরং আপনি যে সমস্ত সাফল্যের জন্য ক্ষুধার্ত- তা পাওয়ার এটাই উপায়। অনেকের কাছে স্বপ্নের এক নাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয়!’
মন্তব্য করুন