তিন অনুষদে খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন বিভিন্ন ডিসিপ্লিনের ৩১ ক্রীড়াবিদ। সর্বোচ্চ ১২ জন সুযোগ পেয়েছেন ক্রিকেট থেকে; ফুটবল থেকে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ৬ জন।
কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে প্রাথমিকভাবে ৩১ জনকে মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকা ভিসি অফিসে পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, সায়েন্স, কমার্স ও চারুকলা অনুষদ এখনো তালিকা চূড়ান্ত করেনি।
জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়, অনূর্ধ্ব-১৯ দলে আরিফুল ইসলাম, নারী অনূর্ধ্ব-১৯ দলের রিয়া আক্তার শিখা, জাতীয় ফুটবল দলের গোলক্ষক আনিসুর রহমান জিকো, মিডফিল্ডার শেখ মোরসালিন, নারী দলের ঋতু পর্ণা চাকমা, নিলুফার ইয়াসমিন নিলা ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
ফুটবল ও ক্রিকেটের পর বড় নাম হচ্ছেন আরচার দিয়া সিদ্দিকী। প্রাথমিকভাবে মনোনীত তিন তীরন্দাজের একজন হচ্ছেন এ তারকা। এ ছাড়া অ্যাথলেটিকস থেকে চারজন এবং খো-খো থেকে দুজন প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। এ ছাড়া সাঁতার, রোল বল উশু এবং ব্যাডমিন্টন থেকে একজন করে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
মন্তব্য করুন