

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। তারই প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয় কেকেআর। তার পরিবর্তে নতুন ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সামনে। ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন, মুস্তাফিজকে বাদ দিয়ে কাকে দলে ভেড়াতে পারে কলকাতা।
টিম কম্বিনেশন বিবেচনায় কলকাতার পরিকল্পনায় ৩ ক্রিকেটার থাকতে পারে যারা মুস্তাফিজের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারে দলটি। সেই তিন ক্রিকেটারের থেকে একজনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
ফজলহক ফারুকী: আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকী মুস্তাফিজের সমমানের বোলার না হলেও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য কার্যকরী বোলার বলা যায়। বাঁহাতি এই পেসার আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সফল ছিলেন। আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলে তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২৫ বছর বয়সী ফারুকী আইপিএলে ১২ ম্যাচে ৬টি উইকেট শিকার করেছেন। তবে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার রেকর্ড অসাধারণ—৫১ ম্যাচে ৬৩টি উইকেট, ইকোনমি রেট মাত্র ৬.৯৪।
আলজারি জোসেফ: এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলে আইপিএল খেলা আলজারি জোসেফ দলে বাড়তি গতি যোগ করতে পারেন। লম্বা গড়নের এই ওয়েস্ট ইন্ডিজ পেসার সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও, কলকাতা নাইট রাইডার্স তাকে মাতিশা পাথিরানার ব্যাকআপ হিসেবে রাখতে পারে। ২৯ বছর বয়সী জোসেফ আইপিএলে ২২ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার সেরা বোলিং ফিগার ছিল ১২ রানে ৬ উইকেট।
উইলিয়াম ও’রুর্ক: নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রুর্ক একজন প্রতিভাবান বোলার এবং নাইট রাইডার্সের জন্য হতে পারেন দারুণ একটি সংযোজন। ভারতের মাটিতে তিনি কিউইদের হয়ে টেস্ট ফরম্যাটে সাফল্য পেয়েছেন। তবে এই পেসারের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটেও সফল হওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে।
এই তিন ক্রিকেটারের কাউকে মুস্তাফিজের বিকল্প হিসেবে দলে নিতে পারে কলকাতা। তবে যাকেই দলে নেয়া হউক না কেন সেটি যে মুস্তাফিজের অভাব পূরণ করবে না তা নিশ্চিত করেই বলা যায়।
মন্তব্য করুন