ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি কি অপহরণের শিকার? সম্প্রতি তাকে নিয়ে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যা শেয়ার করে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরও প্রার্থনা করেছেন, ‘এই লোকটা যেন কপিল দেব না হন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে কপিল দেবের মতোই দেখতে একজনকে হাত ও মুখ বেঁধে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কপিল দেবের দুই হাত ধরে রেখেছেন দুজন। ভারতের সাবেক তারকা ব্যাটার গৌতম গম্ভীর তার টুইটারে (বর্তমানে এক্স) একটি পোস্ট শেয়ার করে বলেছেন, ‘কেউ কি এই ভিডিও ক্লিপ পেয়েছেন? আশা করি এটি কপিল দেব নন এবং কপিল পাজি ভালো আছেন।’
Anyone else received this clip, too? Hope its not actually @therealkapildev and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023গম্ভীরের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কপিল দেবের মতোই দেখতে এক ব্যক্তি। তার দুই হাত পেছনে বাঁধা। মুখে রুমাল বাঁধা। যাতে কথা বলতে না পারে। দুজন ব্যক্তি দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। একটা ঘরের সামনে যেতেই পেছন ফিরে তাকান সেই লোক। যাকে দেখতে অনেকটা কপিল দেবের মতোই মনে হয়েছে।
এমন ভিডিও দেখে অনেকে শঙ্কায় পড়েছেন, আসলেই কি কপিল দেব বিপদে পড়েছেন। তবে অনেকেই মন্তব্য করেছেন, এটি একটি বিজ্ঞাপনের অংশও হতে পারে। তারকা ক্রিকেটারদের এমন ঘটনা প্রায়ই লক্ষ্য করা যায়। শুরুতে বাস্তব মনে হলেও পড়ে জানা যায় বিজ্ঞাপন।
মন্তব্য করুন