গত শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবে সম্মতি দিয়েছিল। আর সোমবার ভোটাভুটির মাধ্যমে তাতে সিলমোহর দেওয়া হলো। বলা চলে, বিশ্বায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেল ক্রিকেট।
এই অনুমোদনের কারণে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের স্পোর্টস ইভেন্ট হবে ক্রিকেট। জানা গেছে, ২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা।
১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা ক্রিকেট দেখা যাবে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। ১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। কিন্তু পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল। সেবার প্রতিটি দলে ১২ জন করে ক্রিকেটার ছিল। দু’দিন ধরে হয়েছিল সেই খেলা।
তবে শুধু ক্রিকেট নয়, আরও চারটি খেলা ২০২৮ সালের অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো সফ্ট বল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ।
মন্তব্য করুন