বার্মিংহামে অস্ট্রেলিয়ান ব্যাটারদের বীরত্বগাথা দেখেছে বিশ্বের কোটি কোটি দর্শক। টেস্ট র্য্যাংঙ্কিংয়ে সেরা তিনজন ব্যাটার মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার। প্রথম টেস্ট হারলেও ইংল্যান্ডের জো রুট র্য্যাংঙ্কিংয়ে সবার স্থান এলোমেলো করে শীর্ষে অবস্থান করছেন।
২০২২ সালের পর আবারও টেস্ট র্য্যাংঙ্কিংয়ে শীর্ষে উঠছেন ইংল্যান্ডের ব্যাটার। র্য্যাংঙ্কিংয়ে তিন ও চারে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে ও ট্রাভিস হেড। স্টিভ স্মিথ নেমে গেছেন র্য্যাংঙ্কিংয়ের ছয়ে। অন্যদিকে কেন উইলিয়ামসন র্য্যাংঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন ইনজুরিতে ম্যাচ না খেলেও। পাকিস্তানের বাবর আজম আগের পাঁচে অবস্থান করছেন।
বার্মিংহামে অ্যাশেজের প্রথম টেস্টে জো রুট প্রথম ইনিংসে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করে আউট হন সাবেক ইংলিশ অধিনায়ক। অনবদ্য পারফরমেন্সের কারণে শীর্ষে উঠে আসেন রুট।
অজি ব্যাটারদের ব্যর্থতার কারণে ২০২২ সালের ডিসেম্বরে শীর্ষস্থান হারানো রুট ৬ মাসের ভেতরে হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন।
মন্তব্য করুন