ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের ঘটনায় বিসিবি ‘দুঃখিত’

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে সমালোচনা নিয়ে গেলেও প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত তবে তারপর মাঠের পারফরম্যান্সটা এখন পর্যন্ত তেমন সুবিধার নয় বাংলাদেশের, তিন ম্যাচের দুটিতেই হেরেছে সাকিব আল হাসানের দল। এর মধ্যে গতকাল নতুন বিতর্ক তৈরি করেছে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। টিম হোটেল থেকে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনার পর গতকাল থেকেই সমালোচনার মুখে ছিলেন লিটন।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশের টিম হোটেলে ঘটা গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ওপেনার দাবি করেছেন, লবিতে প্রচুর সাংবাদিক ছিলেন তা বুঝতে পারেননি তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, সেখানে এত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

এবার বিসিবির পক্ষ থেকেও লিটনের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। পুনেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ঘটনায় দুঃখিত। পাশাপাশি ঘটনাটি দেশের জন্যও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ। যদিও এটি লিটন ইচ্ছাকৃতভাবে করেননি বলে মনে করেন তিনি।

লিটনের এমন আচরণে বিসিবি চিন্তিত বলেও জানান সাবেক এই পেসার। তিনি বলেন, ‘অবশ্যই বিসিবি চিন্তিত। লিটন ইতোমধ্যে তার ফেসবুক পেজ থেকে ‘স্যরি’ বলেছে। ইচ্ছাকৃতভাবে আসলে সে এটা করেনি। সে আপনাদের বের করে দিয়েছে এ কথা বলেনি কোনো সময়। হয়তো সে অস্বস্তি থাকায়… (এমনটা করেছে)। আমি তো ছিলাম না, আমি যেটা লিটন থেকে জানি, সে অস্বস্তিবোধ করেছে, সেটাই নিরাপত্তাকর্মীকে জানিয়েছে। নিরপত্তাকর্মী আপনাদের কীভাবে বলেছে, সেটা আমি জানি না। আবার বলছি আমার মনে হয়, এটা ইচ্ছাকৃত না।’

লিটনের এ ঘটনা দেশ ও বিসিবির জন্যও লজ্জাজনক বলে মন্তব্য করে মাহমুদ বলেছেন, ‘আমি আবার বলছি, কোনো কিছুই ইচ্ছাকৃত ছিল না। আমরা সব সময় ভাবি যে আপনারা কষ্ট করে বাংলাদেশ থেকে এসেছেন। এটা আমাদের দেশের জন্যও লজ্জাজনক ব্যাপার, যদি আমাদের মিডিয়াকে এখান থেকে সরে যেতে বলা হয়। এটা আমাদের জন্যও ঠিক না। আমরা সব সময় আপনাদের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য উৎসাহ দিই।’

বিশ্বকাপে খেলোয়াড়দের সংবাদমাধ্যম থেকে দূরে রাখার কারণও এ সময় ব্যাখ্যা করে মাহমুদ, ‘এবার আমরা একটা দূরত্ব রেখেছি, শুধু ম্যাচের আগের দিন আপনাদের সঙ্গে কথা বলতে দিচ্ছি। আমরা চাই যে খেলোয়াড়রা মানসিকভাবে একটু দূরে থাকুক, ক্রিকেটের সঙ্গে থাকুক। ক্রিকেট নিয়ে চিন্তা করুক। তারপরও আমরা দুঃখিত। আমরা সবাই ভেবেছি, লিটন এটা কীভাবে বলল! আমি আজ সকালেও লিটনের সঙ্গে কথা বলেছি। সে বলেছে, ‘আমি কোনোভাবেই কাউকে ছোট করতে চাইনি। এটা আমার ভুল হয়েছে। আমি অস্বস্তিবোধ করছিলাম বলেই বলেছি।’

লিটনকে এ রূপে আগে কখনো দেখেননি বলেও জানান মাহমুদ, ‘বাংলাদেশের কোনো খেলোয়াড় এর আগে কখনো এমনটা করেনি। এখন সে সময় কী হয়েছিল ওর, সেটা আমি জানি না। এখন আমি যেটা বলেছি, সেটা ওর সঙ্গে আমার যে কথা হয়েছে তার ভিত্তিতে বলেছি।’

অবশ্য লিটনের এমন আচরণের পেছনে তার সাম্প্রতিক ব্যর্থতাও কারণ হিসেবে থাকতে পারে বলে মনে করেন মাহমুদ। বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘যেটা হয়, কোনো দল হারলে অনেক সময় নেগেটিভিটি কাজ করে। নিজেদের গুটিয়ে রাখতে চায়। আমরা চেষ্টা করছি একসঙ্গে বাইরে গিয়ে ডিনার করার এবং সবকিছু করার। তবে দিন শেষে শারীরিক চাপের চেয়েও মানসিক চাপটা অনেক বেশি। রান করতে পারছে না সেটা সমস্যা তৈরি করছে। ওই সব কারণে কিছু হয়েছে কি না, জানি না। কিন্তু আমি বাংলাদেশ ক্রিকেট দল এবং বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা চাই আপনারা বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়ে বাকি ৬ ম্যাচেও সমর্থন করবেন, যাতে ইনশা আল্লাহ আমরা ভালো করতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল দেখবেন যেভাবে

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে : এ্যানি

ডেঙ্গুতে প্রাণ গেল নারী চিকিৎসকের

৫টার মধ্যে ঢাবির হল খালির নির্দেশ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

১০

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

১১

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

১২

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

১৩

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

১৪

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

১৫

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

১৬

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

১৭

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৮

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১৯

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

২০
X