ভারতে অুনষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরুর পর টানা দুই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। আর তাই সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে একাদশে নেই টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবের্তে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়টা গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচে খেলছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে টস করতে আসেন ভাইস ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাকিব না খেলায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। পেসার তাসকিনের পরিবর্তে একাদশে ফিরেছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে ভারত।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
মন্তব্য করুন