ভারতের অন্য শহরে বিশ্বকাপের দামামা বেজে গেলেও বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও বাজেনি। বেঙ্গালুরুবাসীর সেই আক্ষেপ ঘুচে যাচ্ছে আজ। পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে ২০২৩ বিশ্বকাপে অভিষেক হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামের। বিশ্বকাপের ১৮তম ম্যাচে টস জিতে অজিদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তারা মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। মাঠের লড়াইয়ে আগে টসের লড়ইয়ে জয়ী পাকিস্তান অধিনায়ক। জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
ব্যাঙ্গালুরুতে আজ পাক বধের মিশন নিয়ে নামছে অজিরা। তারা আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরেছে। সেটার ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ তাদের সামনে।
টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘উইকেট খুব ভালো। আমরা এখান থেকে সুবিধা নিতে চাই। তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার উইকেট তুলে নিতে চাই।’
এক পরিবর্তন নিয়ে তারা খেলতে নামছেন বলেও জানিয়েছেন। বলেছেন, ‘এই ম্যাচে শাদাব খান খেলছেন না। তার বদলে একাদশে এসেছেন উসামা মির।’
টস জিতলে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও বোলিং নিতেন বলে জানিয়েছেন। বলেছেন, ‘আমরা শুরুতে খারাপ করেছি। তবে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আজও সেরকম কিছুই করতে চাই। তাই একাদশে কোনো পরিবর্তন আনিনি।’
অস্ট্রেলিয়া একাদশ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যাগনে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
পাকিস্তান একাদশ আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।
মন্তব্য করুন