একের পর এক বিস্ফোরক মন্তব্যের কারণে গোটা ক্রিকেট বিশ্বের কাছে পরিচিত এক নাম পাকিস্তানের অভিনেত্রী সেহার শিনওয়ারি। কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেলেন ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে সাকিব আল হাসানদের সঙ্গে ডিনার ডেটে যাবেন এই পাক বিউটি কুইন। এবার অধিনায়ক বাবর আজমের পদত্যাগ চেয়ে আন্দোলনের ডাক দিলেন সেহার শিনওয়ারি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অধিনায়ক বাবর আজমের পদত্যাগ ও পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এক পোস্টে করেছেন সেহার শিনওয়ারি।
আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাবর আজমের দল। ক্রিকেট দলের এমন নাজুক পরিস্থিতির কারণে বেজায় অখুশি পাক অভিনেত্রী সেহার। আর তাইতো দলের বাজে পারর্ফারমেন্সের কারণে দলনেতা বাবরের পদত্যাগ চান পাক অভিনেত্রী। এছাড়াও গোটা পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে আন্দোলনেও নামতে চান সেহার।
We will protest on every streets of Pakistan until Babar Azam along with whole cricket team resigns. — Sehar Shinwari (@SeharShinwari) October 20, 2023
টুইটারে ক্ষোভ প্রকাশ করে সেহার লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দল শুধু রাজনৈতিক এবং ধর্মীয় বিবৃতি দিয়ে সমর্থকদের বোকা বানাতে পারে। পারফরম্যান্স করাটা ওদের কাজের তালিকায় নেই। বাবর-সহ দলের সবাই সরে না দাঁড়ানো পর্যন্ত আমরা পাকিস্তানের সব রাস্তায় প্রতিবাদ করব।’ গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের কাছে খুবই বাজে ভাবে হেরেছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারার পর বাবরের নামে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন সেহার।
পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সেহার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা প্রায় দেড় লাখ। চলমান বিশ্বকাপে মাঝে মধ্যেই টুইটারে ভেঁসে উঠছে পাক অভিনেত্রীর বিস্ফোরক সব মন্তব্য। কিছুদিন আগেই বলেছিলেন, বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে ঢাকায় এসে সাকিব আল হাসানদের সঙ্গে ডিনার ডেটে যাবেন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারি।
মন্তব্য করুন