নারী ক্রিকেটার ফারজানা হক পিংকিকে নিজের ক্রিকেট ব্যাট উপহার দিয়েছেন লিটন কুমার দাস। জাতীয় নারী দলের এই ক্রিকেটারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যাটটি উপহার দেন তিনি। উল্লেখ্য, পিংকি ও লিটন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী ছিলেন।
গতকাল শনিবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাস অনুশীলন করছিলেন। পাশাপাশি অনুশীলন করছিলেন নারী দলের ব্যাটার পিংকিও। সেই সময় লিটনের কাছে এগিয়ে যান নারী ক্রিকেটার। লিটনকে বিদেশ থেকে ভালো একটি ব্যাট এনে দেওয়ার অনুরোধ করেন পিংকি।
এক বছরের সিনিয়র আপুর অনুরোধ ফেরাতে পারেননি লিটন। তখনই ড্রেসিংরুমে গিয়ে তিনটি ব্যাট এনে দেন। সেখান থেকে পছন্দমতো একটি ব্যাট বেছে নেন পিংকি। লিটনও মজা করে বলেন, ‘আপু এবার রান পাবেন। এই ব্যাট দিয়েই খেলবেন।’
ব্যাট উপহারের বিষয়ে পিংকি বলেন, ‘আমি লিটনকে বলেছিলাম, বিদেশে গেলে আমার জন্য একটি ব্যাট কিনে আনতে। তার (লিটন) মতো ভালো মানের একটি ব্যাট। কিন্তু সে তখনই ড্রেসিংরুম থেকে তিনটি ব্যাট নিয়ে আসে। সেখান থেকে আমাকে একটি ব্যাট দিয়ে দেয় খেলার জন্য।’
মন্তব্য করুন