২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আক্রমনাত্মক সূচনা করেছে ভারত। ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে ৮০ রান তুলেছে আয়োজক দেশ। মাত্র ২৯ বলে ৪৭ রানে ফিরে যান ভারত অধিনায়ক।
বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে রোহিত বাহিনী।
২০১৯ বিশ্বকাপের সেমিতে পরাজয়ের প্রতিশোধ নিতে শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। কিউই পেসার ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই টানা ২ বলে দুটি চার মারেন রোহিত। বোল্টের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভার ওপর দিয়ে ছক্কা মেরেছেন রোহিত। প্রথম ৩ ওভারেই ২৫ রান তোলে ভারত।
দশম ওভারের প্রথম বলে সাউদিকে ছক্কা হাঁকাতে গিয়ে আকাশে তোলেন রোহিত। কিউই অধিনায়ক উইলিয়ামসন পেছনে ঘুড়ে দারুণ এক ক্যাচে সাজঘরে ফেরত পাঠান ভারত অধিনায়ককে। ৭১ রানে উদ্বোধনী জুটি ভাঙে ভারতের। ২৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৭ রানে আউট হন রোহিত। শেষ খবর পাওয়া পর্যন্ত কোহলি ৪ ও গিল ৩৭ রানে অপরাজিত আছেন।
মন্তব্য করুন