

১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস। এরপরও ২০২৭-এ বিশ্বকাপের দলে ভিরাট কোহলির জায়গা হবে কি না নিশ্চিত করে বলতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভবিষ্যতের কথা এড়িয়ে গিয়ে ভারতীয় দল শুধু বর্তমান নিয়েই ভাবতে চায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তাকে জিজ্ঞাসা করা হয় ২০২৭-এর বিশ্বকাপে রোহিত শর্মা এবং কোহলিকে দলে রাখা হবে কি না।
সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বুঝতে পারছি না এসব নিয়ে এখনই আমাদের ভাবতে হবে কেন? কোহলি সত্যি ভালো ব্যাট করছে। ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনও কারণ আছে বলে আমি মনে করছি না।’
কোটাক জানিয়ে দেন, রোহিত এবং কোহলির বর্তমান ফর্ম নিয়েই শুধু কথা হোক। তাদের বয়স বা দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে ভাবার কোনো কারণ নেই। কোটাক বলেন, ‘কোহলি যেভাবে ব্যাট করছে সেটা অসাধারণ। যেভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন সেটাই অবাক করার মতো। আর কোনো কিছু নিয়ে কথা বলার প্রয়োজন নেই।’
মন্তব্য করুন