স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৪৪ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনাল জয়ের নায়ক শামির যত রেকর্ড

ম্যাচ সেরার পুরস্কার হাতে মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত
ম্যাচ সেরার পুরস্কার হাতে মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে যেন রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় নেমেছিল ভারত। বৈশ্বিক এই প্রতিযোগিতার ইতিহাসে সেমিফাইনালে সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের রেকর্ড গড়ে স্বাগতিকরা। এদিন আবার ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি ও এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙেন বিরাট কোহলি। এতকিছুর পরও ম্যাচ সেরার পুরস্কার কিন্তু কোহলির ভাগ্যে জোটেনি। কিউইদের বিপক্ষে সাত উইকেট নিয়ে বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সময়ে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়া ডানহাতি পেসার মোহাম্মদ শামি পেয়েছে ম্যাচ সেরা হওয়ার সম্মান।

বুধবার (১৫ নভেম্বর) প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ৫৭ রানের বিনিময়ে সাতটি উইকেট শিকার করেন পেসার মোহাম্মদ শামি।

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে একাদশে সুযোগ পান এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি। এরপরের কাহিনী তো ইতিহাস। একের পর এক প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দলকে জয় এনে দিয়েছেন। আজ লড়তে থাকা কিউইদের ব্যাটিং লাইনআপ ধসানো সেই শামিই জানালেন তার এতো ভালো বোলিংয়ের রহস্য।

খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, 'কোনো রহস্য নেই। ভালো খেলার তাগিদ থেকেই এসেছে এমন সাফল্য। আগের দুই আসরে ভালো খেলেও আমরা হেরে গিয়েছিলাম। তবে এবার আমরা জয়ের জন্য এবার সবকিছুই করেছি। কোনো ধরনের সুযোগ হাতছাড়া করতে চাইনি।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবচেয়ে সেরা বোলিং করার রেকর্ডও গড়েছেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার লাভের পাশাপাশি অ্যাডাম জাম্পাকে টপকে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন শামি। ভারতের প্রথম বোলার হিসেবেও বিশ্বকাপের ম্যাচে ৭ উইকেট নিলেন। গড়লেন আরও কয়েকটি নজির।

ভারতের প্রথম বোলার হিসেবে ওয়ানডে বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। বুধবার ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনকে আউট করে বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করলেন শামি। এই মাইলফলক স্পর্শ করতে ১৭টি ম্যাচ লাগল শামির। এটিও একটি নজির। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে শামিই দ্রুততম।

এছাড়াও এবার বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলে তিনটিতেই ৫ উইকেট নিলেন তিনি। তিন বার ম্যাচের সেরার পুরস্কারও পেলেন। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিলেন ৫৭ রান খরচ করে। এই নিয়ে বিশ্বকাপে চতুর্থ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। যা বিশ্বে আর কোনও বোলারের নেই। ১০০তম এক দিনের ম্যাচ খেলতে নেমে ভারতের প্রথম বোলার হিসাবে বিশ্বকাপের এক ম্যাচে ৭টি উইকেট নিলেন। ছাপিয়ে গেলেন আশিস নেহরার বিশ্বকাপের এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজিরকেও। এখন ফাইনালে শামির খেলা দেখতে উদগ্রীব পুরো ক্রিকেট বিশ্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাজধানীতে আজ কোথায় কী

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

টিভিতে আজকের যত খেলা

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১১

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১২

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

১৪

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

১৫

এক ইলিশ ১০ হাজার টাকা

১৬

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১৭

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১৮

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১৯

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

২০
X