স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

উইলিয়ামসনের সেঞ্চুরির পরও অস্বস্তিতে কিউইরা

শতকের পর আউট হয়ে সাজঘরে ফিরছেন কেন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত
শতকের পর আউট হয়ে সাজঘরে ফিরছেন কেন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত ৬৩ রানে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনের ক্যাচ ছেড়েছিলেন বাংলাদেশের তাইজুল ইসলাম। জীবন পেয়ে সিলেটে দারুণ সেঞ্চুরি উপহার দেন কিউইদের অধিনায়ক। শতক স্পর্শ করার পর সেই আক্ষেপ ঘুচান বাঁহাতি স্পিনার। ব্যক্তিগত ১০৪ রানে সরাসরি বোল্ড হন উইলিয়ামসন।

দলটির সাবেক অধিনায়কের সেঞ্চুরির পরও দ্বিতীয় দিন শেষে অস্বস্তিতে রয়েছে কিউইরা। ৮ উইকেটে ২৬৬ রানে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে দিন শেষে ৪৪ রানে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (২৯ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতে ৯ উইকেটে ৩১০ রানে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু প্রথম বলে নিজেদের শেষ উইকেট হারায় স্বাগতিকরা। ফলে প্রথম দিনের স্কোরের সঙ্গে কোনো রান যোগ করতে পারেনি বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার ডেভন কনওয়ে এবং টম লাথাম। কিন্তু ব্যক্তিগত ২১ রানে লাথামকে ফিরিয়ে ৩৯ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। কনওয়েকে (২১) ফিরে কিউইদের ব্যাটিং অর্ডারে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।

দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে ইনিংস টানছিলেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। কিন্তু লাঞ্চ বিরতির পর দুজনের ৫৪ রানের জুটি ভাঙেন শরীফুল ইসলাম। এরপর ড্যারিল মিচেলকে নিয়ে আবারও বড় জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতক তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনের ক্যাচ ছেড়েছেন স্বাগতিক ফিল্ডাররা। এ ছাড়া ভাগ্য সহায়ক হওয়ায় কিউইদের সাবেক অধিনায়ক বেশ কয়েকবার বেঁচে যান অল্পের জন্য। চা বিরতির পর উইকেটকিপার ব্যাটার টম ব্লান্ডেলকে (৬) সাজঘরে ফেরান নাঈম হাসান। এর আগে লাঞ্চ বিরতির পর দ্বিতীয় স্পেলে ফিরেই হেনরি নিকোলসকে (১৯) আউট করেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। পরে ৪১ রানে ড্যারিল মিচেল, তাইজুলের শিকার হন।

মিচেলের পর উইলিয়ামসনকেও সাজঘরে ফেরাতে পারত টাইগাররা। নাঈম হাসানের ফুল লেংথ ডেলিভারির বলে সুইপ করেন উইলিয়ামসন। ঠিকঠাক মতো টাইমিং না হওয়ায় ক্যাচ উঠে মিড উইকেটে। কিন্তু সহজতম ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন তাইজুল। ফলে জীবন পেয়ে ক্যারিয়ারের ২৯তম শতক তুলে নেন নেন উইলিয়ামসন। ব্যক্তিগত ১০৪ রানে আউট হন তিনি।

গ্লেন ফিলিপস (৪২) এবং ইস সোধি (০) রানে আউট হন। দিন শেষে কাইল জেমিসন (৭) ও অধিনায়ক টিম সাউদি (১) অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে তাইজুল শিকার করেন ৪ উইকেট। এ ছাড়া শরীফুল, মিরাজ, নাঈম ও মমিনুল নেন ১টি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X