ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ারের শেষবেলায় সাকিবের বোধোদয়!

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্যে, ক্রিকেটারদের বিশ্রাম নেওয়ার সুযোগ কম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল, বিগ ব্যাশ লিগসহ নানা রং-বেরঙের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্তটা বেড়েছে বহুগুণ। আধুনিক যুগে অনেক ক্রিকেটার জাতীয় দল বাদ দিয়ে, ফ্রাঞ্চাইজি প্রতি আগ্রহী বেশি। এ তালিকায় ছিল সাকিব আল হাসানেরও নাম।

আইপিএল কিংবা অন্যকোনো ফ্রাঞ্চাইজি লিগ চলাকালে, জাতীয় দলের ম্যাচ থাকলে তাকে পাওয়া নিয়ে বেশ কাঠখড় পোড়াতে হতো ক্রিকেট বোর্ডকে। হঠাৎ করে বদলে গেল চিত্র। জাতীয় দলের জন্য ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে না বলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এতে হাস্যরসের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। অনেক নেটিজেনদের দাবি, অবেশেষে সাকিবের বোধোদয় হলো, তবে সেটা ক্যারিয়ারের শেষ বেলাতে।

আইপিএলে নিলামের জন্য নাম দেননি সাকিব। সম্প্রতি নিবন্ধিত ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করে পাকিস্তান সুপার লিগ-পিএসএল। ২৫৪ বিদেশি ক্রিকেটারের মধ্যে ছিল সাকিব আল হাসানের নাম। আইপিএলের পর পিএসএল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

তার দাবি, বাংলাদেশ জাতীয় দলে পুরোপুরি সার্ভিস দিতেই ভিনদেশি লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারত বিশ্বকাপের শেষ দিকে হাতের আঙুলের ইনজুরিতে পড়েন বাংলাদেশ অধিনায়ক। এরপর থেকে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হয়নি তার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে কিউইদের দেশে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। তবে সাকিব জানিয়েছেন, তার হাতের চোট সারতে আরও কিছুদিন সময় লাগবে, ‘আশা ছিল যে নিউজিল্যান্ডে অন্তত টি–টোয়েন্টি আর ওয়ানডে খেলতে যাব। কারণ, চার সপ্তাহের মধ্যে আঙুলের চোট ভালো হয়ে যাবে। কিন্তু আমি দুই দিন আগে এখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।’

আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তিনি। জন্মস্থান মাগুরা-১ আসন থেকে অংশ নিচ্ছেন নির্বাচনে। যুক্তরাষ্ট্র আওয়ামী লিগের এক অনুষ্ঠানে সাকিব বলেছেন, তার কাছে এখন দেশের হয়ে খেলাটাই মুখ্য, ‘আইপিএলে নাম দিইনি। স্বাভাবিকভাবে এতে একটা উইন্ডো (সময়) খুলবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি, নামটা প্রত্যাহার করে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি।’

সাকিবের কণ্ঠে মিলেছে ভিনদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট আর না খেলার বার্তাও, ‘আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে মাঠের ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের। তবে ইনজুরি থেকে সেরে ওঠা আর পুনর্বাসন প্রক্রিয়া শেষ হতে আরও ছয় সপ্তাহ সময় লাগবে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্ন দাখিলে সময় বাকি ১০ দিন, অনলাইনে জমা দেবেন যেভাবে

শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

শাহরুখের ‘লাকি’ ভাই এখন কোথায়?

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে আরও একটি সেশন বাংলাদেশের

ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

১০

যে ১০ সহজাত অনুভূতি আপনার কখনো উপেক্ষা করা উচিত নয়

১১

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব : আমীর খসরু

১২

ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ ৪ জন কারাগারে

১৩

কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

১৪

সম্পর্কের নতুন অধ্যায়ে সৌদি-আমেরিকা

১৫

বিপিএলে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার!

১৬

৩ হাজার টাকার রঙিন মাছে সাগর এখন লাখপতি

১৭

মূসক আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ

১৮

তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

১৯

পুলিশের ওপর হামলা চললে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে : ডিএমপি কমিশনার

২০
X