মিরপুরে বিজয় দিবস প্রীতি ম্যাচে মাঠে নামেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রা। বীর মুক্তিযোদ্বা শহীদ শেখ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ নামে খেলতে নামেন সাবেক তারকরা। সেখানে জয়ী হয়েছে শহীদ শেখ জুয়েল একাদশ। শহীদ মোস্তাক একাদশকে ৭ উইকেটে হারায় মিনহাজুল আবেদিন নান্নুর দল।
বাংলাদেশ জাতীয় দলে সতীর্থ ছিলেন হাবিবুল বাশার সুমন আর মিনহাজুল আবেদিন নান্নুরা। টাইগারদের হয়ে দেশের জয়ে রেখেছেন অবদান। এমনকি জাতীয় দলের নির্বাচক প্যানেলেও একসঙ্গে কাজ করে যাচ্ছেন তারা। তবে বিজয় দিবস ক্রিকেটে একে অন্যের প্রতিপক্ষ হয়ে অবতীর্ণ হন বাশার-নান্নুরা।
শেরেবাংলায় ১৩০ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শহীদ জুয়েল একাদশ। টাইগার ব্যাটার ফায়সাল হোসেন ডিকেন্স সর্বোচ্চ ৬৬ রান করেন। শহীদ মোস্তাক একাদশের হয়ে ২ উইকেট নেন আব্দুর রাজ্জাক।
এর আগে প্রথমে ব্যাটিং করে ১৫ ওভারে ১২৯ রানের সংগ্রহ পায় শহীদ মোস্তাক একাদশ। জাতীয় দলের সাবেক মিডল অর্ডার ব্যাটার তুষার ইমরান সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মেহরাব হোসেন অপির ব্যাট থেকে। শহীদ মোস্তাক একাদশের জাভেদ ওমর বেলিম দুটি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন