নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো শুরু করেছে বাংলাদেশের বোলাররা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। কিউইদের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান। প্রথম ওভারে ওপেনার টিম সেফার্টকে বোল্ড করেন এই অফ স্পিনার। এরপর দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন পেসার শরীফুল ইসলাম। প্রথমে বাঁহাতি এই পেসারের শিকার হন অপর ওপেনার ফিন অ্যালন। স্লিপে ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের বলেই গ্লেন ফিলিপসকে এলবির ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন শরীফুল। এর আগে নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড একাদশে জায়গা হয়নি জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রের। টাইগাদের হয়ে অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। তবে একাদশে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ। তিন পেসার মুস্তাফিজ, তানজিম ও শরীফুলের সঙ্গে একাদশে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও অফ স্পিনার মেহেদী হাসান। দুই দলের একাদশ বাংলাদেশ : লিটন কুমার দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড : টিম সেফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি এবং বেন সিয়ার্স।
মন্তব্য করুন