সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেপটাউনে নিউল্যান্ডস স্টেডিয়ামে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের আগুন ঝড়ানো বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরাও। দলীয় ১৫৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রাহুল। আর পরের ১০ বলে ৫ উইকেট হারিয়ে যৌথভাবে লজ্জার রেকর্ডে নাম তুলেছে ভারত। এই সময়ে স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেনি ভারত। ভারত নিজেদের শেষ ৬ উইকেট হারিয়েছে শূন্য রানে। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল এই প্রথমবার।
প্রথম ইনিংসে ১৫৩ রান তুলে ৯৮ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন কোহলি। ৫৯ বলের এই ইনিংসে ৬ চার ও এক ছক্কা হাঁকান তিনি। ওপেনার রোহিত শর্মা ৩৯ ও শুভমান গিল করেন ৩৬ রান। এ ছাড়া রাহুলের ব্যাট থেকে এসেছে ৮ রান। বাকিদের কেউই রানের খাতা খুলতে পারেননি।
প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিদি।
এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। বিশেষ করে মোহাম্মদ সিরাজের। টপ অর্ডারের চার ব্যাটার পার করতে পারেননি দশ রানের কোঠাও। এমনকি এই চার ব্যাটারের মধ্যে অধিনায়ক ডিন এলগার করেন সর্বোচ্চ ৪ রান। এইডেন মার্করাম ২, টনি ডি জর্জি ২ ও ত্রিশান স্টাবস করেন ৩ রান। এই চারজনের মধ্যে ৩টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ, একটি নেন জসপ্রিত বুমরাহ।
১২ রান করা ডেভিড বিংহ্যামকে ১২ রানে ফেরান সিরাজ। এরপর ১৫ রান করা কাইল ভেরিনে ও শূন্য রান করা মার্কো ইয়ানসেনকেও ফিরিয়েছেন সিরাজ। কেষব মহারাজকে ৩ রানে ফিরিয়েছেন মুকেশ কুমার। খানিক বাদে নান্দ্রে বার্গারকে ফেরান বুমরাহ। প্রোটিয়াদের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন কাগিসো রাবাদা। তাকে প্যাভিলিয়নে ফেরান মুকেশ। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৬টি উইকেট। এ ছাড়াও ২টি করে উইকেট পান মুকেশ কুমার ও জাসপ্রিত বুমরাহ।
প্রসঙ্গত, এর আগে প্রথম টেস্ট ইনিংস ও ৩২ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজ হার এড়াতে এই টেস্ট জিততেই হবে ভারতকে।
মন্তব্য করুন