দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরুর আগেই পিচের মান নিয়ে কথা বলছিলেন ম্যাচের ধারাভাষ্যকারা, তখনই বোঝা গিয়েছিল সংক্ষিপ্ত টেস্ট হতে যাচ্ছে এটি এবং হলোও সেটা। মাত্র দুই দিনেই শেষ হয়ে গেল কেপটাউন টেস্ট। দাপুটে জয়ে সিরিজে সমতা আনলো সফরকারী ভারত।
প্রথম দিনে যখন ২৩ উইকেট পড়েছে, তখনই একটা আভাস পাওয়া গিয়েছিল ম্যাচটা সম্ভবত দুই দিনের বেশি গড়াবে না। শেষ পর্যন্ত হয়েছেও তাই মাত্র সাড়ে চার সেশনের মধ্যে শেষ হয়ে গেল ডিন এলগারের ক্যারিয়ারের শেষ টেস্ট।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) প্রোটিয়ারা শুরুতে ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারতকেও অলআউট করে দেয় ১৫৩ রানে। পরে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৬২ রানে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিনে মাত্র ১১৪ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায়। প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত এক শতক হাকান মারকাম। আর সফরকারীদের হয়ে ৬ উইকেট নেন বুমরাহ।
মাত্র ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেশি ঝামেলায় পড়তে হয়নি রোহিত শর্মার দলের। জয়সওয়াল ও রোহিতের ৪৪ রানের জুটিই মূলত নিশ্চিত করে দেয় ভারতের জয়। তিন উইকেট হারালেও সিরিজে সমতা আনতে তেমন বেশি বেগ পেতে হয়নি ভারতের। এই জয়ে কেপটাউনের প্রোটিয়া দুর্গ জয় করা প্রথম এশিয়ার দেশ হলো ভারত।
মন্তব্য করুন