লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কেন্দ্রে ভোট দেবেন মাশরাফী

মাশরাফী বিন মুর্তজা। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মুর্তজা। ছবি : সংগৃহীত

নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মুর্তজা (নৌকা), ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (লাঙ্গল), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), স্বতন্ত্র প্রার্থী মো. লায়ন নুর ইসলাম (ঈগল), ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান (মিনার)।

এর আগে বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু পারিবারিক ও শারীরিক সমস্যার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন। পাশাপাশি তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।। তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এদিকে শহরের সদর থানা মোড়ে মাশরাফীর মামা নাহিদুর রহমান নাহিদের বাড়িতে অস্থায়ী নির্বাচনী কার্যালয় করে গত ২৪ ডিসেম্বর থেকে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অসহায়, গরিব-দুঃখী মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন মাশরাফী বিন মুর্তজা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মুর্তজা নড়াইল শহরের আলাদাতপুর ভোকেশনাল সেন্টারে ভোট দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস। তবে তিনি ঠিক কখন ভোট দিতে কেন্দ্রে যাবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, নড়াইল-২ আসন দুটি পৌরসভা, ২০ ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও নড়াইল সদরে ৮টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ২৩ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৮৩ হাজার ৭১১ জন মহিলা ভোটার রয়েছেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৩টি ভোট রয়েছে।

নড়াইল-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৭টি, এর মধ্যে লোহাগড়ায় ৮৮টি এবং নড়াইল সদর আংশিকে ৫৯টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X