তামিম ইকবাল অবসরের ঘোষণা দেওয়ায় ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রাতে বিসিবির কার্যনিবার্হী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত আসতে পারে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
তামিম ইস্যুতে বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা ডেকেছে বিসিবি। এই বৈঠকের পর তামিমের অবসর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে বোর্ডের। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বাহাতি এই ড্যাশিং ওপেনারের এমন ঘোষণায় হতবাক দেশের ক্রিকেট সমর্থকরা।
সাম্প্রতিক সময়ে ইনজুরির সঙ্গে লড়েছেন তামিম। গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি ওয়ানডে সিরিজ। পিঠের পুরোনো চোটের কারণে খেলতে পারেননি আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্টও। একই প্রতিপক্ষের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে তিনি নিজেকে শতভাগ ফিট নয় বলে দাবি করেও ম্যাচ খেলেছিলেন। যা নিয়ে সমালোচনা তৈরি হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ কড়া ভাষায় কথা বলেন তামিমকে নিয়ে। ধারণা করা হচ্ছে, এসব সমালোচনার জবাবটা তামিম দিলেন বিদায় নামক কঠিন একটা শব্দ দিয়ে।
মন্তব্য করুন