এশিয়া কাপ ট্রফি জয়ের পর আরও বড় আশা নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশের যুবারা। তবে দক্ষিণ আফ্রিকাতে হওয়া আসর শুরুর আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে রীতিমতো বিধস্ত হয় বাংলাদেশের যুবারা। তাই নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ভালো করার আকাঙ্ক্ষা ছিল জুনিয়র টাইগারদের। এবার তাই করে দেখাল তারা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে মূলপর্বের আগে আত্মবিশ্বাসও বাড়াল শিবলী-বর্ষণেরা।
প্রিটোরিয়ায় ইয়ং পেসার রোহানাত দৌলাহ বর্ষণের দুর্দান্ত হ্যাটট্রিকে অজি যুবাদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
আগামীকাল (১৯ জানুয়ারি) পর্দা উঠছে এবারের যুব বিশ্বকাপের আসরের। তার আগে আজ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়ার যুবাদের মুখোমুখি হয় মাহফুজুর রহমান রাব্বি-শিবলীরা। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে অজি বাহিনী শুরুতে উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায়। একপর্যায়ে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১৩৭ রান।
এরপরই বর্ষণের হ্যাটট্রিক তার করা ইনিংসের ৩৪তম ওভারে রায়ান হিকস, এইডেন ও’কন্নর এবং ম্যাকমিলানকে ফেরান তিনি। তার হ্যাটট্রিক সহ ৪ উইকেটের সুবাদে ১৬৫ রানেই গুটিয়ে যায় অজি বাহিনী।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন হারজাস সিং। বাংলাদেশের হয়ে বর্ষণ ছাড়াও মাহফুজুর নিয়েছেন দুটি উইকেট।
সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়। উদ্বোধনী জুটিতে আসে ৩৭ রান।
তাদের দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশও। কিন্তু শেষ পর্যন্ত চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচ জিতে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
মন্তব্য করুন