ইংল্যান্ডের উঠতি স্পিনার শোয়ব বশীর এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তবে তার আগেই তিনি তারকার তকমা পেয়ে গেছেন। শুরুটা হয়েছিল ইংল্যান্ড দলের অন্যদের সঙ্গে যখন ভারতের ভিসা আবেদন করেও তিনি পাননি তখন। তারপর থেকে তার ভিসা বিতর্ক নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। সবকিছু ছাপিয়ে তাই অভিষেকের অপেক্ষায় থাকা এই খেলোয়াড়ই হয়েছিলেন শিরোনাম। এবার তার ওপর আরও লাইমলাইটের আলো পড়তে যাচ্ছে কারণ আগামীকাল থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টেই একাদশে দেখা যাবে তাকে।
ভিসা বিতর্কে দলের সঙ্গে দেরিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন বশির। ইংলিশদের মূল স্পিনার লিচ ছিটকে যাওয়ায় তার খেলা এক রকম নিশ্চিতই ছিল। ম্যাচের আগের দিন অধিনায়ক স্টোকস জানিয়েছেন, হায়দরাবাদে শেষ দিনে বশিরকে ডাগআউটে বসিয়ে রেখে তারা টেস্ট খেলার স্বাদ উপভোগ করতে দিয়েছেন। স্টোকসের কথায়, ‘হঠাৎ করে ইংল্যান্ড থেকে ভারতে এসে পড়ে বশির প্রথমে বুঝতেই পারছিল না কী হচ্ছে। আমার মনে হয় চতুর্থ দিন ও সাজঘরে বসে সময়টা উপভোগ করেছে। ও যে এত দিন দলের সঙ্গে ছিল না এবং হঠাৎ করে এসে দলে যোগ দিয়েছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ও তো বল করতে ভুলে যায়নি।’
স্টোকস আরও জানান, দ্বিতীয় টেস্টে যে বশির খেলছেন সেটা বোলারকে গিয়ে প্রথমে বলেন কোচ ব্রেন্ডন ম্যাকালামই। তার পরে স্টোকস নিজে যান। ইংরেজ অধিনায়কের কথায়, ‘আমি জানতাম ও খবরটা জানে। বশির এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম যে তোমায় খেলানোর কথা সংবাদমাধ্যমে জানাব। তাই আগেই তোমাকে এসে বলে দিলাম।’
অন্যদিকে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। বিপক্ষের বিরুদ্ধে তাই ঝুঁকির রাস্তায় যায়নি ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের জন্য চার বিশেষজ্ঞ স্পিনারকে রাখার কথা থাকলেও শেষ পর্যন্ত রাখেনি। পেস বোলার হিসেবে মার্ক উডের জায়গায় ৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসনকে নেওয়া হয়েছে।
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।
মন্তব্য করুন