নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ঘোষিত নতুন চুক্তিতে এবারও জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছরের চুত্তিতেও একদিনের ক্রিকেট ফরম্যাটের তালিকায় ছিলেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির বহুল প্রতিক্ষীত নবম বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
মাহমুদউল্লাহ রিয়াদসহ ২১ জন ক্রিকেটার এবারের নতুন চুক্তিতে জায়গা পেয়েছেন। নবম বোর্ড সভা শেষে মিরপুরে উপস্থিত সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন এই ডানহাতি ব্যাটার। সে আসরে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন রিয়াদ।
মন্তব্য করুন