বিশ্ব ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়লেন বাবর আজম। ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টি সংস্করণে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক গড়েছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে এ মাইলফলকে পৌঁছান বাবর।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৭১ ইনিংসে ১০ হাজার রান পূরণ করেন বাবর। তালিকার দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ‘ইউনিভার্স বস’ গেইল ১০ হাজার রান ছুঁতে খেলেন ২৮৫ ইনিংস। এর পরের অবস্থানে রয়েছেন ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি। এই এলিট ক্লাবে পৌঁছাতে ২৯৯টি ইনিংস খেলতে হয়েছে আরসিবি তারকাকে।
বিশ্বের ১৩তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের দেখা পান বাবর। পেশোয়ার জালমির হয়ে ওপেন করতে নেমে সাবেক দল করাচির বিপক্ষে ৭২ রান করেন তিনি। ইনিংসটিতে ৭টি চার এবং ১টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটার। সে সঙ্গে টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান হার্ডহিটার গেইলকে টপকে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের মাইলফলক গড়েন।
মন্তব্য করুন